Vastu Tips

সোনা-রুপোর গগনচুম্বী দামে ঝুটো গয়নাই ভরসা! কিন্তু সেগুলি ব্যবহারের সঠিক নিয়ম জানা আছে তো?

শাস্ত্রমতে, শরীরে ধারণ করা প্রত্যেকটা বস্তুর মধ্যেই শক্তি রয়েছে। তাই এই জিনিসগুলো যদি ভুল জায়গায় রাখা হয়, তা হলে আর্থিক অবনতি, সংসারে অশান্তি এবং মানসিক চাপ পর্যন্ত সৃষ্টি হতে পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩১
jewellery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঝুটো গয়না মানেই কম খরচে নিজেকে সুন্দর করে তোলা। এখন বাজারে নানা নকশার আকর্ষণীয় গয়না পাওয়া যায়। সোনা বা রুপোর বিকল্প হিসাবে এই গয়না ব্যবহার করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গয়না যদি ঘরের ভুল জায়গায় রাখা হয়, তা হলে জীবনের উপর পড়তে পারে খারাপ প্রভাব। শাস্ত্রমতে, শরীরে ধারণ করা প্রত্যেকটা বস্তুর মধ্যেই শক্তি রয়েছে। তাই এই জিনিসগুলো যদি ভুল জায়গায় রাখা হয়, তা হলে আর্থিক অবনতি, সংসারে অশান্তি এবং মানসিক চাপ পর্যন্ত সৃষ্টি হতে পারে। তাই এই সব জিনিস ঘরের সঠিক দিক অনুযায়ী রাখতে হয়। এরই সঙ্গে বিশেষ কিছু উপায় মেনে চলাও আবশ্যিক।

Advertisement

নিয়ম:

১) স্বল্পমূল্যের ঝুটো গয়না, যা প্রতি দিন ব্যবহার করেন, সেটিকে ঘরের উত্তর-পশ্চিম দিকে রাখতে হবে।

২) বহুমূল্যের ঝুটো গয়না, যেটা আপনি বিশেষ অনুষ্ঠানে পরেন ও দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে চাইছেন, সেই গয়না ঘরের উত্তর দিকে রাখা খুবই শুভ বলে মানা হয়।

৩) ঝুটো গয়না যদি আলমারিতে রাখেন, তা হলে সেটির মুখ পূর্ব দিক বা উত্তর-পূর্ব দিকে হলে ভাল হয়।

৪) ঝুটো গয়না পরার পর সেটিকে ভাল ভাবে পরিষ্কার করে তুলে রাখতে হবে। সেগুলিকে অপরিষ্কার অবস্থাতেই রেখে দেওয়া যাবে না। এতে জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়ে বলে বিশ্বাস করা হয়।

৫) ভেঙে যাওয়া ঝুটো গয়না কোনও ভাবেই ঘরে রাখতে নেই। যদি সেটা ঠিক করে নিয়ে পরার যোগ্য থাকে তা হলে ঠিক করে আবার ব্যবহার করা যেতে পারে। না হলে ব্যবহারের অযোগ্য গয়না বাড়ি থেকে বার করে দিতে হবে।

৬) অনেকেই স্নানের সময় গয়না খুলে বাথরুমে রেখে দেন। তার পর খেয়ালের ভুলে সেটা সেখানেই থেকে যায়। এটা করা একেবারেই উচিত নয়।

৭) ব্যবহারের অযোগ্য গয়না জমিয়ে না রেখে দ্রুত ঘর থেকে ফেলে দিন।

Advertisement
আরও পড়ুন