Lucky Signs

সিদ্ধান্ত নিতে ভয়? মনে সর্বদা সংশয়? নিজের জন্য সঠিক পথ বেছেছেন কি না তা জানাবে চার শুভ সঙ্কেত

কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত ক্ষেত্র, সব জায়গাতেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে কোনটা ছেড়ে কোনটা বেছে নেওয়া উচিত আমরা বুঝতে পারি না। সে ক্ষেত্রে মনস্থির করার পরও বিচলিত হয়ে পড়ি। বার বার একটাই প্রশ্ন আসে, যেটা বেছে নিলাম সেটা আমার জন্য কার্যকরী হবে কি না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০
astro

—প্রতীকী ছবি।

বহু মানুষই রয়েছেন যাঁরা সিদ্ধান্ত নিতে ভয় পান। সিদ্ধান্ত যদি নিয়েও ফেলেন, তার পর সংশয়ে ভোগেন আদৌ তাঁরা যেটা করলেন সেটা ঠিক করলেন কি না। জীবনে চলার পথে এমন মনে হওয়াটা স্বাভাবিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কঠিন সিদ্ধান্ত গ্রহণের পরিমাণও বৃদ্ধি পায়। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত ক্ষেত্র, সব জায়গাতেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে কোনটা ছেড়ে কোনটা বেছে নেওয়া উচিত আমরা বুঝতে পারি না। সে ক্ষেত্রে মনস্থির করার পরও বিচলিত হয়ে পড়ি। বার বার একটাই প্রশ্ন আসে, যেটা বেছে নিলাম সেটা আমার জন্য কার্যকরী হবে কি না। তবে এই ভ্রান্তির অবসান ঘটাতে পারে জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র জানাচ্ছে, এই বিশ্বসংসার সর্বদা আমাদের নানা রকম সঙ্কেত দিয়ে চলেছে। খারাপ সঙ্কেত যেমন দেয়, তেমনই দেয় ভাল সঙ্কেতও। জীবনে আপনি যে সঠিক পথ বেছে নিয়েছেন সেটি বোঝাতেও আমাদের কাছে সঙ্কেত পৌঁছোয়। সেটি বুঝে গেলেই দ্বন্দ্ব কেটে যাবে।

Advertisement

সঠিক পথে বেছে নেওয়া হয়েছে এটা বোঝার সঙ্কেতগুলি কী কী?

  • নিজের জন্য যে পথ বেছে নিয়েছেন, সেটা নিয়ে মনে সংশয় থাকলেও শান্তি রয়েছে। অযথা হয়রানি পোহাতে হচ্ছে না। আপনার নেওয়া সিদ্ধান্তে আপনি মনের গহীন থেকে শান্তি ও খুশি অনুভব করলে বুঝবেন সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছেন। এতে আপনার উন্নতি হওয়া নিশ্চিত।
  • সিদ্ধান্তটি নেওয়ার পর বা সেই পথে যাত্রা শুরু করার পর থেকে আপনার সঙ্গে যদি সব কিছু ভাল ঘটতে থাকে তা হলেও বুঝতে হবে শুভ সময় আগত। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনে নানা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায় বলে জানাচ্ছে শাস্ত্র।
  • মনে যতই ভ্রান্তি থাকুক, আপনার ষষ্ঠেন্দ্রিয় আপনাকে বলে চলেছে যে যা করেছেন, ঠিকই করেছেন। এমনটা হলেও নিশ্চিত মনে এগিয়ে চলবেন। বিশ্বসংসারই আপনাকে এই পথে এগোনোর জন্য অনুপ্রেরণা জোগাচ্ছে।
  • নিজের জন্য যে পথ বেছে নিচ্ছেন, সেটি আপনাকে স্বপ্নপূরণের দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বহু দিন একটি অফিসে কাজ করার পর সেটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আসলেও সেখানে যাওয়া ঠিক হবে কি না তা নিয়ে নানা চিন্তা মাথায় ভিড় করে আসে। তবে সেই সুযোগ গ্রহণ করার ফলে যদি পেশাক্ষেত্রে আপনার কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তা হলে বেশি না ভেবে সুযোগটি গ্রহণ করাই বুদ্ধির কাজ হবে। সফলতা যে পথে পাওয়া যায়, সেই পথই সঠিক পথ হয়।
Advertisement
আরও পড়ুন