Agrahayana Auspicious Days

অগ্রহায়ণ মানেই বিয়ের মাস! চার হাত এক করার শুভ দিনগুলি কবে? এই মাসে অমাবস্যা ও পূর্ণিমা কবে পড়েছে?

অগ্রহায়ণ বঙ্গাব্দের অষ্টম মাস। এই মাসে অনেক বিয়ের দিন পড়তে দেখা যায়। এ ছাড়া অগ্রহায়ণ মাসে নানা পুজো-উপচারও হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৭:৩৭
marriage

—প্রতীকী ছবি।

যে চান্দ্রমাসে সাধারণত মৃগশিরা নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র অগ্রহায়ণ’ মাস বলে। সূর্যের বৃশ্চিক রাশিতে স্থিতিকালেই এটি হওয়ার সম্ভাবনা দেখা যায়। সেই কারণে সূর্যের বৃশ্চিক রাশিতে স্থিতিকাল ‘সৌর অগ্রহায়ণ’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের অষ্টম মাস। এই মাসে অনেক বিয়ের দিন পড়তে দেখা যায়। এ ছাড়া অগ্রহায়ণ মাসে নানা পুজো-উপচারও হয়। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

অগ্রহায়ণ মাসে বিয়ের শুভ দিন:

৮ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর, সোমবার–

বিয়ে- রাত ৩টে ৫ মিনিট গতে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৯ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, মঙ্গলবার-

বিয়ে- রাত ৮টা ৫ মিনিট গতে ১০টা ৩৯ মিনিটের মধ্যে মিথুন, কর্কট লগ্নে বিয়ে। পুনরায় রাত ৩টে ১ মিনিট গতে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১০ অগ্রহায়ণ, ২৬ নভেম্বর, বুধবার-

বিয়ে- রাত ৮টা ২০ মিনিট গতে ১২টা ৪৭ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৩ অগ্রহায়ণ, ২৯ নভেম্বর, শনিবার-

বিয়ে- রাত ২টো ৪৫ মিনিট গতে ৪টে ২৪ মিনিটের মধ্যে তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৪ অগ্রহায়ণ, ৩০ নভেম্বর, রবিবার-

বিয়ে- রাত ৮টা ৪ মিনিট গতে ১২টা ৩১ মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে বিয়ে। পুনরায় রাত ২টো ৪৪ মিনিট গতে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৯ অগ্রহায়ণ, ৫ ডিসেম্বর, শুক্রবার-

বিয়ে- রাত ৯টা ৪৭ মিনিট গতে কর্কট, সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৪ অগ্রহায়ণ, ১০ ডিসেম্বর, বুধবার-

বিয়ে- রাত ১টা ৪৬ মিনিট গতে ২টো ৪৫ মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৫ অগ্রহায়ণ, ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার-

বিয়ে- রাত ৩টে ৫৬ মিনিট গতে তুলা ও বৃশ্চিক লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

অগ্রহায়ণ মাসের পুজো-উপচার:

অমাবস্যা-

অমাবস্যা তিথি আরম্ভ–

৩ অগ্রহায়ণ, ১৯ নভেম্বর, বুধবার।

সময়- সকাল ৯টা ৩১ মিনিট।

অমাবস্যা তিথি শেষ –

৪ অগ্রহায়ণ, ২০ নভেম্বর, বৃহস্পতিবার।

সময়- দুপুর ১২টা ১৭ মিনিট।

ষট পঞ্চমী–

পঞ্চমী তিথি আরম্ভ–

৮ অগ্রহায়ণ, ২৪ নভেম্বর, সোমবার।

সময়- রাত ৯টা ২৪ মিনিট।

পঞ্চমী তিথি শেষ–

৯ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর, মঙ্গলবার।

সময়- রাত ১০টা ৫৮ মিনিট।

মোক্ষদা একাদশী–

একাদশী তিথি আরম্ভ-

১৪ অগ্রহায়ণ, ৩০ নভেম্বর, রবিবার।

সময়- রাত ৯টা ৩১ মিনিট।

একাদশী তিথি শেষ-

১৫ অগ্রহায়ণ, ১ ডিসেম্বর, সোমবার।

সময়- সন্ধ্যা ৭টা ২ মিনিট।

পূর্ণিমা–

পূর্ণিমা তিথি আরম্ভ-

১৮ অগ্রহায়ণ, ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার।

সময়- সকাল ৮টা ৩৯ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ-

১৮ অগ্রহায়ণ, ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার।

সময়- ভোর ৪টে ৪৪ মিনিট।

সফলা একাদশী–

একাদশী তিথি আরম্ভ-

২৮ অগ্রহায়ণ, ১৪ ডিসেম্বর, রবিবার।

সময়- সন্ধ্যা ৬টা ৫১ মিনিট।

একাদশী তিথি শেষ-

২৯ অগ্রহায়ণ, ১৫ ডিসেম্বর, সোমবার।

সময়- রাত ৯টা ২১ মিনিট।

শ্রীশ্রী ইতুপুজো সমাপন ও বিসর্জন-

৩০ অগ্রহায়ণ, ১৬ ডিসেম্বর, মঙ্গলবার।

Advertisement
আরও পড়ুন