Astro Tips

পুজোর কাজে কিছু জিনিস পুনরায় ব্যবহার করা মানা! অন্যথায় নৈবেদ্য গ্রহণ করেন না ঈশ্বর, পড়তে হয় বিপদে

পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন নানা জিনিসের। সেগুলির মধ্যে কিছু জিনিস এক বারের বেশি ব্যবহার করা গেলেও, কয়েকটি জিনিস বার বার ব্যবহার করা মানা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৫:১১
puja

—প্রতীকী ছবি।

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই নিত্য পুজো করা হয়। এই কাজে আমরা নানা জিনিস ব্যবহার করে থাকি। কেবল ফুল আর নৈবেদ্য দিলেই পুজো হয়ে যায় না। পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন নানা জিনিসের। সেগুলির মধ্যে কিছু জিনিস এক বারের বেশি ব্যবহার করা গেলেও, কয়েকটি জিনিস বার বার ব্যবহার করা মানা। সেগুলির পুনর্ব্যবহার করার ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে মনে করা হয়। কোন জিনিসগুলি পুনরায় ব্যবহার করা যাবে না জেনে নিন।

Advertisement

পুজোর কাজে কোন জিনিসগুলি পুনর্ব্যবহার করা মানা?

প্রদীপের তেল: অনেকেই সকালে পুজোর সময় প্রদীপে যে তেল ব্যবহার করেন, সেই তেল দিয়েই সন্ধ্যাবেলা বা পরের দিন প্রদীপ জ্বালান। এই কাজ করা মোটেও উচিত নয়। প্রদীপের তেল কখনও পুনর্ব্যবহার করতে নেই। প্রদীপের বেচে যাওয়া তেল ফেলে দেওয়া উচিত। পরে জ্বালানোর সময় আবার নতুন করে তেল নেওয়া উচিত।

ফুল: পুজোর কাজে ব্যবহৃত ফুল ও মালাও রেখে দিতে নেই। সকালে পুজোর পর যদি সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালান, তা হলে তখনই সিংহাসন পরিষ্কার করে, সমস্ত ফুল ফেলে দেওয়া উচিত। ঠাকুরের গলায় থাকা মালার ফুল টাটকা থাকলেও তা রেখে দেওয়া যাবে না। সেটিকেও ফেলে দিতে হবে।

ধূপকাঠি: সকালে ঠাকুরের সামনে জ্বালানো ধূপকাঠি অর্ধেক জ্বলার পর নিবে গেলে সেটিকেও পুনরায় ব্যবহার করা নিষেধ। অনেকেই এই কাজ করে থাকেন। কিন্তু এমনটা না করাই ভাল। এতে ভগবান রুষ্ট হন। তাই প্রতি বার পুজোর সময় নতুন ধূপকাঠি জ্বালানো ভাল।

এ ছাড়াও নৈবেদ্য, চন্দন প্রভৃতি জিনিস বার বার ব্যবহার করা উচিত নয়। পুজোর ব্যবহৃত বাসন দ্বিতীয় বার ব্যবহার করার ক্ষেত্রেও সেগুলি আগে ধুয়ে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন