Auspicious Dreams

জেগে দেখা টাকার স্বপ্ন পূরণের সঙ্গী হবে ঘুমিয়ে দেখা স্বপ্ন! স্বপ্নের দুনিয়ায় দেখা পাঁচ জিনিস বার্তা দেয় অর্থপ্রাপ্তির

জেগে দেখা টাকার স্বপ্ন পূরণের বার্তা দেয় ঘুমের মধ্যে দেখা নানা স্বপ্ন। স্বপ্নে দেখা কিছু জিনিস অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জেগে টাকার স্বপ্ন অনেক মানুষই দেখেন। আমাদের চোখে যিনি বিত্তশালী, সেই ব্যক্তিও নিজের মনে আরও টাকা কী করে পাওয়া যায় তার স্বপ্ন দেখেন। টাকা জিনিসটাই এমন যার চাহিদা কখনও কমে না। বরং সময় ও বয়সের সঙ্গে প্রতিটি মানুষেরই টাকার প্রতি টান বাড়ে। কারণ হাতে টাকা থাকলেই জীবনের অন্যান্য শখ পূরণের চাবিকাঠি পাওয়া যায়। তবে জেগে দেখা এই টাকার স্বপ্ন পূরণের বার্তা দেয় ঘুমের মধ্যে দেখা নানা স্বপ্ন। স্বপ্নে দেখা কিছু জিনিস অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়।

Advertisement

কোন স্বপ্নগুলি অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়?

জলপ্রপাত বা স্বচ্ছ জল: স্বপ্নে জলপ্রপাত বা স্বচ্ছ জল দেখা অত্যন্ত শুভ। এটি আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসার ইঙ্গিত দেয়। স্বপ্নে স্বচ্ছ জল দেখা গেলে বুঝতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে।

সোনা বা রুপো প্রাপ্তি: ঘুমের মধ্যে দেখা স্বপ্নে যদি হঠাৎ সোনা বা রুপো খুঁজে পান, তা হলে বুঝতে হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। এটি ভাগ্যের সদ্‌গতির ইঙ্গিত দেয়। এর অর্থ শীঘ্রই আপনি কোনও সম্পদের মালিকানা পেতে চলেছেন।

সবুজ গাছপালা: স্বপ্নে যদি নিজেকে সবুজ গাছপালা ঘেরা জঙ্গলে খুঁজে পান, তা হলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। এই স্বপ্ন আর্থিক ক্ষেত্রে সচ্ছলতার ইঙ্গিত দেয়। স্বপ্নে সবুজ গাছপালা দেখার অর্থ হল অর্থসঙ্কট কেটে গিয়ে সুখের সময় শুরু হবে।

ফসল: স্বপ্নে ফসলপূর্ণ খেত দেখাও অত্যন্ত শুভ। এর মানে আপনি এত দিন ধরে করে চলা পরিশ্রমের ফল অবশেষে পেতে চলেছেন। এর ফলে জীবনে অর্থসমস্যা মিটে গিয়ে সুখের সময় শুরু হবে।

উপহার পাওয়া: কেউ আপনাকে কোনও উপহার দিচ্ছে এমন স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ। এই স্বপ্নও জীবনে শুভ বার্তা বহন করে আনে। অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়। স্বপ্নে কারও থেকে নিজেকে উপহার নিতে দেখলেও বুঝবেন হাতে টাকা আসতে চলেছে।

Advertisement
আরও পড়ুন