Vastu Tips

মনের মতো আয়ের পরেও সঞ্চয় করতে পারছেন না? বাড়িতে ভুল জায়গায় টাকা রাখার ফলে এমনটা হতে পারে!

আয় ভাল হওয়া সত্ত্বেও মাসের প্রথম কিছু দিন যাওয়ার পরই আর টাকার মুখ দেখতে পান না। এর নেপথ্যে থাকতে পারে আমাদেরই কিছু ভুল। বাস্তুশাস্ত্র মতে, ভুল জায়গায় টাকা রাখার ফলেও এমনটা হয়ে থাকে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১১:২৯
money problem

—প্রতীকী ছবি।

টাকার দরকার সকলের জীবনেই রয়েছে। প্রায় প্রতিটা মানুষই চান জীবনে প্রচুর টাকা আয় করতে। কিন্তু টাকা কেবল আয় করলেই হবে না, সেটা হাতে রাখার কৌশলও জানতে হবে। সেটা না জানলে সবটাই বৃথা। অনেকেই বলে চলেন যে হাতে টাকা থাকে না। আয় ভাল হওয়া সত্ত্বেও মাসের প্রথম কিছু দিন যাওয়ার পরই আর টাকার মুখ দেখতে পান না। এর নেপথ্যে থাকতে পারে আমাদেরই কিছু ভুল। বাস্তুশাস্ত্র মতে, ভুল জায়গায় টাকা রাখার ফলেও এমনটা হয়ে থাকে। বাড়ির কিছু স্থানে টাকা রাখলে আর্থিক ক্ষতি হওয়া অবশ্যম্ভাবী।

Advertisement

বাড়ির কোন কোন স্থানে টাকা রাখা উচিত নয়?

দক্ষিণ-পশ্চিম কোণ: বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে কখনও টাকা রাখা উচিত নয়। বিশেষ করে সেই স্থানে যদি বাড়ির জানলা, দরজা জাতীয় কোনও খোলা অংশ থাকে, তা হলে সেখানে টাকা রাখা এড়িয়ে চলা উচিত। এতে বাড়িতে টাকা আসার বদলে চলে যায় বলে মনে করা হয়।

শৌচালয় সংলগ্ন জায়গায়: বাড়ির শৌচালয়ের আশপাশেও টাকা রাখার স্থান করা উচিত নয় বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। শৌচালয় হল নেগেটিভ শক্তির জায়গা। জলের স্রোতে যেমন সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যায়, তেমনই অর্থও শৌচালয় সংলগ্ন কোনও জায়গায় লাগলে তা আর ঘরে থাকে না বলে বিশ্বাস করা হয়।

রান্নাঘরে গ্যাসের পার্শ্ববর্তী জায়গায়: রান্নাঘরে এমনিতেই টাকা রাখা উচিত নয়। বিশেষ করে গ্যাস অভেন সংলগ্ন জায়গায় অর্থ সংক্রান্ত কোনও জিনিসই রাখা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। আগুনের সঙ্গে অর্থশক্তির মিল ভাল হয় না। আগুনের আশপাশে টাকা রাখলে খরচ বৃদ্ধি পায়। বহু চেষ্টা করেও টাকা সঞ্চয় করা যায় না।

Advertisement
আরও পড়ুন