—প্রতীকী ছবি।
শনিদেব হলেন কর্মফলদাতা দেবতা। আপনি যেমন কাজ করবেন, শনিদেব আপনাকে তেমনই ফল দেবেন। সুষ্ঠু জীবনধারা পালন করলে এবং অপরের ক্ষতি না করে থাকলে শনিদেব সাধারণত কাউকে সমস্যায় ফেলেন না। তবে আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যার জন্য শনিদেবের রোষানলে পড়তে হয়। সেই কারণে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যা হচ্ছে তা কেন হচ্ছে সেই কারণ বুঝে উঠতে পারা যায় না বলে প্রয়োজনীয় প্রতিকারও মেনে উঠতে পারি না। ফলত সমস্যা আরও বৃদ্ধি পায়। কিছু লক্ষণ রয়েছে যা দেখতে পেলে বুঝতে হবে শনিদেব আপনার উপর রেগে রয়েছেন। সেগুলি কী জেনে নিন।
শনিদেব আপনার উপর রেগে রয়েছেন কি না কী ভাবে বুঝবেন?
১. বাধা: দিন-রাত এক করে পরিশ্রম করছেন, আকাঙ্ক্ষা পূরণের জন্য কিছুই বাদ দিচ্ছেন না। সেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ার নেপথ্যে থাকতে পারেন শনিদেব। শাস্ত্রের ভাষায় একে শনিদেবের পরীক্ষা নেওয়া বলে। সফলতার পথে একের পর এক বাধার সম্মুখীন হলে বা হওয়া কাজ গোড়ায় এসে ভেস্তে গেলে বুঝতে হবে শনিদেব আপনার উপর কুপিত হয়েছেন। তিনি আপনার পরীক্ষা নিচ্ছেন।
২. অর্থ সমস্যা: শনিদেবের কুপ্রভাবে আর্থিক অনটন আমাদের পিছু ছাড়তে চায় না। একের পর এক এমন কোনও ঘটনা ঘটতেই থাকে যার জন্য আমাদের সঞ্চিত সকল অর্থ বেরিয়ে যায়। প্রচুর চেষ্টা করেও আয় বৃদ্ধি হয় না, কিন্তু ব্যয় আকাশ ছুঁয়ে ফেলে।
৩. একাকীত্ব: শনিদেব রুষ্ট হলে একাকীত্ব ধীরে ধীরে গ্রাস করতে থাকে। কাছের মানুষদের সঙ্গে অযথা ঝগড়া হয়। কারও সঙ্গে কথা বলতে ভাল লাগে না। সর্বদা নিজের মতো থাকতে ইচ্ছা করে। কিন্তু নিজের সঙ্গে সময় কাটিয়েও মনে শান্তি পাওয়া যায় না। সঙ্গীর অভাব অনুভূত হলেও কাছের সম্পর্কগুলো টিকিয়ে রাখতে বেগ পেতে হয়।
৪. স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা: কোনও কারণ ছাড়াই পেশিতে ব্যথা করে। হাড় দুর্বল হয়ে পড়ে। কাজ করার শক্তি হারিয়ে যায়। কোনও কিছু করারই উৎসাহ পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে রাতে ঘুম না আসার সমস্যাও দেখা যায়। শাস্ত্র জানাচ্ছে এগুলি সবই শনিদেব রুষ্ট হওয়ার কারণে হয়ে থাকে।
৫. অবিচারের শিকার: শনিদেব যে ব্যক্তির উপর রুষ্ট হন, সেই ব্যক্তিকে সব ক্ষেত্রে অবিচারের শিকার হতে হয়। নিজের কোনও ভুল না থাকা সত্ত্বেও সব দোষ মাথায় এসে পড়ে। সমাজে নিজের অবস্থান ও সম্মান ধীরে ধীরে বিলীন হয়ে যায়।
প্রতিকার: