Lucky birth days of week in Astrology

বৈভবে জীবন কাটে, জ্ঞানচক্ষু থাকে সর্বদা খোলা! সপ্তাহের চার দিনে জন্মানো শিশুদের ভাগ্য ‘সোনায় বাঁধানো’

সপ্তাহের সাতটি দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এরই মধ্যে কয়েকটি দিনকে শুভ তকমা দেওয়া হয়। সেই দিনগুলিতে জন্মানো শিশুরাও অন্যদের থেকে বেশি এগিয়ে থাকেন বলে মনে করছে শাস্ত্র।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩
astro

—প্রতীকী ছবি।

শাস্ত্রে যেমন কোনও জন্মতারিখের বিশেষ গুরুত্ব রয়েছে, তেমনই গুরুত্ব রয়েছে জন্মবারেরও। আমাদের জন্মবার নির্ধারণ করেও নানা জিনিসের বিচার করা যায়। সপ্তাহের সাতটি দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজ করলে খুব ভাল ফল পাওয়া যায়। এরই মধ্যে কয়েকটি দিনকে শুভ তকমা দেওয়া হয়। সেই দিনগুলিতে জন্মানো শিশুরাও অন্যদের থেকে বেশি এগিয়ে থাকেন বলে মনে করছে শাস্ত্র। সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে জন্মানো শিশুরা অন্য বাচ্চাদের তুলনায় বেশি ভাগ্যবান হয় বলে বিশ্বাস। এরা কম বয়সেই প্রচুর সফলতা পায়।

Advertisement

সপ্তাহের কোন দিনগুলিতে জন্মানো বাচ্চারা অন্যদের থেকে এগিয়ে থাকে?

বুধবার: সপ্তাহের তৃতীয় দিন বুধবারে জন্মানো ছেলেমেয়েরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন। এরা খুব ভাল কথা বলতে পারে। কম বয়সেই এদের আত্মবিশ্বাস হয় চোখে পড়ার মতো। কথার জাদুতে এরা সকলের মন জয় করতে পারে। যে কোনও কাজ এই সকল শিশুরা অত্যন্ত বুদ্ধি খাটিয়ে করে থাকে। তাই ছোট বয়সেই সফলতার হাতছানি পায়।

বৃহস্পতিবার: বৃহস্পতিতে জন্মানো বাচ্চাদের উপর দেবগুরুর কৃপা থাকে বলে বিশ্বাস করা হয়। তাই এরা অত্যন্ত মিতভাষী হয়। এই সকল বাচ্চাদের কখনও কোনও কিছুর অভাব বোধ করতে হয় না। এরা অত্যন্ত জ্ঞানী হয়, তবে সব জায়গায় সেটির প্রকাশ করে বেড়ায় না। ছোট থেকেই এদের আধ্যাত্মিক জ্ঞান হয় চোখে পড়ার মতো। স্কুল থেকে বাড়ি, সকলের কাছে এরা প্রশংসা কুড়োয়।

শুক্রবার: শুক্রবারে জন্মানো শিশুদের জীবনে অর্থের কোনও অভাব থাকে না। তবে ছোট থেকেই এদের মধ্যে সঞ্চয়ের জ্ঞান থাকতে দেখা যায়। দেবী লক্ষ্মীর কৃপা এদের উপর সর্বদা থাকে। তাই এরা বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পায়। এই সকল বাচ্চারা পরবর্তী কালে গিয়ে প্রচুর সম্পত্তির মালিক হয় বলে বিশ্বাস করা হয়।

রবিবার: সূর্যের দিন রবিবারে জন্মানো শিশুদের তেজও হয় সূর্য-সম। তবে সেটি তারা খারাপ ক্ষেত্রে নয়, বরং নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগায়। এদের মধ্যে ছোট বয়স থেকেই নেতৃত্বদানের ক্ষমতা থাকতে দেখা যায়। জীবনে ব্যাপক সফলতা লাভ করে। ভাগ্য সর্বদা এদের সঙ্গে থাকে।

Advertisement
আরও পড়ুন