Astro Tips to Attract Positivity

অফিসে শান্তি, কিন্তু বাড়ি ফিরলেই মেজাজ সপ্তমে? আপনার ঘরেই রয়েছে গলদ, রক্ষা পেতে মানুন সহজ উপায়

অনেক সময় দেখা যায় যে, যে কোনও ছোটখাটো ব্যাপারে মাথা গরম হয়ে যায়। মেজাজ সর্বদা সপ্তমে চড়ে থাকে। তবে বাড়ির বাইরে বেরোলেই সব কিছু আবার ঠিকঠাক লাগতে শুরু করে। তখন আর কথায় কথায় মাথা গরম হয়ে যায় না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১২:১২
woman screaming

ছবি: এআই।

বহু মানুষেরই সারা দিন মেজাজ ভাল থাকলেও বাড়িতে ঢোকার পর আর কিছুই ভাল লাগে না। যে কোনও ছোটখাটো ব্যাপারে মাথা গরম হয়ে যায়। মেজাজ সর্বদা সপ্তমে চড়ে থাকে। তবে বাড়ির বাইরে বেরোলেই সব কিছু আবার ঠিকঠাক লাগতে শুরু করে। তখন আর কথায় কথায় মাথা গরম হয়ে যায় না। রাগও হয় না। নিজেকে অনেকটা হালকা লাগে। কিন্তু বাড়িতে থাকলে কিছুই ভাল লাগে না। এর কারণ হতে পারে অশুভ শক্তি। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে এমনটা হয়ে থাকে। শীঘ্রই সতর্ক না হলে ঘটে যেতে পারে বড় বিপদ। এর প্রভাব পড়তে পারে আমাদের স্বাস্থ্যের উপর। কয়েকটি সহজ উপায় মানলেই এর থেকে রেহাই পাওয়া সম্ভব হবে।

Advertisement

টোটকা:

১। বাড়িঘর পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। কোনও মতে ময়লা জমতে দেওয়া যাবে না। এতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।

২। পুরনো, অব্যবহৃত জিনিস বাড়িতে জমিয়ে রাখা যাবে না। কাউকে দানও করা যাবে না। সেগুলিকে বাতিল করাই ভাল হবে।

৩। বৃহস্পতিবার ও রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি ঘর মোছার জলে নুন দিয়ে মুছুন। এতে ঘরের নেগেটিভ শক্তির পরিমাণ কমবে। তবে বৃহস্পতিবার ও রবিবার এই কাজ করা যাবে না।

৪। ঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে আয়না রাখুন। এতে ঘরের পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। তবে রাতে শুতে যাওয়ার সময় মনে করে আয়নাটিকে একটি কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখতে হবে।

৫। প্রতি দিন সন্ধ্যাবেলা একটি পাত্রে কর্পূর নিয়ে জ্বালুন এবং সেটির ধোঁয়া সমস্ত ঘরে দিন। এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে পজ়িটিভ শক্তির সঞ্চার বৃদ্ধি পাবে।

Advertisement
আরও পড়ুন