Valentines day horoscope

রাশি অনুযায়ী প্রেম দিবস কার কেমন কাটবে? কাদের জীবনে নতুন ভালবাসা আসতে পারে?

সম্পর্ক মানে তাতে মান-অভিমান থাকবেই। প্রেম দিবসের মতো একটি বিশেষ দিনে সম্পর্কে কোনও নতুন টানাপোড়েন শুরু হবে না তো? অথবা, পছন্দের মানুষটি আপনার মনের কথা বুঝতে পারবেন তো?

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২০
০১ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

শুক্রবার ভ্যালেন্টাইন’স ডে। ভ্যালেন্টাইন’স ডে মানেই ভালবাসার মানুষটির সঙ্গে সময় কাটানো। প্রেম দিবসের নাম শুনলেই মনের মানুষটির কথা মনে পড়ে।

০২ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

ভালবাসার সম্পর্কে থাকা সকল মানুষের কাছে ১৪ ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। এই দিনটি তাঁরা একসঙ্গে সময় কাটিয়ে, ঘুরতে গিয়ে অথবা উপহার বিনিময়ের মাধ্যমে উপভোগ করে থাকেন।

০৩ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

অনেকে আবার এই দিনটিতে পছন্দের মানুষকে নিজের মনের কথা জানান। সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য।

Advertisement
০৪ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

কিন্তু সম্পর্ক মানে তাতে মান-অভিমান থাকবেই। প্রেম দিবসের মতো একটি বিশেষ দিনে সম্পর্কে কোনও নতুন টানাপড়েন শুরু হবে না তো? অথবা পছন্দের মানুষটি আপনার মনের কথা বুঝতে পারবেন তো?

০৫ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

এই সকল নানা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে এই প্রতিবেদনটি একবার পড়ে নিতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী কয়েকটি রাশির ভ্যালেন্টাইন’স ডে খুব ভাল কাটতে চলেছে। দেখে নেব রাশি অনুযায়ী কার কেমন কাটবে।

Advertisement
০৬ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

মেষ– মেষ রাশির ব্যক্তিদের এই ভ্যালেন্টাইন’স ডে খুবই ভাল কাটতে চলেছে। মনের মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কাউকে যদি আগে থেকে পছন্দ হয়ে থাকে, তা হলে দেরি না করে তাঁকে আপনার মনের কথা বলে ফেলুন। পজ়িটিভ উত্তর পাবেন।

০৭ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

বৃষ– প্রেম দিবস বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব একটা খারাপ কাটবে না। কিন্তু মনের মানুষকে ভেবেচিন্তে মনের কথা বলুন।

Advertisement
০৮ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

মিথুন– প্রেম দিবস মিথুন রাশির ব্যক্তিদের জন্য খুব ভাল কাটতে চলেছে। এই দিন আপনি আপনার সঙ্গীকে যেমন ভাবে দেখতে চান, ঠিক তেমন ভাবেই পাবেন।

০৯ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা মনের জোর দ্বিগুণ করুন। কাউকে পছন্দ করলে তাঁকে মনের কথা বলে ফেলুন। ভাল উত্তর পেলেও পেতে পারেন।

১০ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

সিংহ–ভ্যালেন্টাইন’স ডে সিংহ রাশির জাতক-জাতিকাদের মোটামুটি কাটবে। ভালবাসার মানুষটির সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলুন, নিজের অজান্তেই খারাপ ব্যবহার করে বসবেন না। বুঝেশুনে কথা বলুন।

১১ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা এই দিন নিজের মনের মানুষকে অন্য দিনের তুলনায় একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। নিজেদের মধ্যে দূরত্ব আসতে দেবেন না।

১২ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

তুলা– তুলা রাশির ব্যক্তিদের জীবনে এই ভ্যালেন্টাইন’স ডে খুশির খবর নিয়ে আসতে চলেছে। বিশেষ করে অবিবাহিতদের জন্য এই বছরের প্রেম দিবস স্মরণীয় হয়ে থাকতে পারে। অবিবাহিতদের বিয়ের পাকা কথা হতে পারে। মনের মানুষের কাছ থেকে পছন্দসই উপহার পেতে পারেন।

১৩ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জন্য ভ্যালেন্টাইন’স ডে আর অন্যান্য দিনগুলির মতনই কাটতে চলেছে। সম্পর্কের ব্যপারে বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন না।

১৪ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

ধনু– ভ্যালেন্টাইন’স ডে ধনু রাশির ব্যক্তিদের ভালই কাটবে। কিন্তু মনের মানুষকে খুব গোপন কোনও কথা এই দিন বলবেন না। পছন্দের মানুষকে এই দিন মনের কথা বলবেন না, নেগেটিভ উত্তর পেতে পারেন।

১৫ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

মকর– এই বছর প্রেম দিবস মকর রাশির ব্যক্তিদের খুব সাধারণ ভাবে কাটলেও একে অপরের সঙ্গে বেশ ভালই সময় কাটাতে পারবেন। দিনটা একসঙ্গে ভালই কাটবে।

১৬ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই দিন মনের কথা প্রকাশ করে দেখতে পারেন, তবে দিনের শেষ ভাগে গিয়ে মনের কথা বলবেন।

১৭ ১৭
Prediction of your Valentine's Day Based on Your Zodiac Sign

মীন– মীন রাশির জাতকদের খুব ভাল কাটতে চলেছে এই দিনটা। অবিবাহিতরা এই দিন মনের কথা বলতে পারেন, হয়তো উত্তর খুব ভালই পেতে পারেন। বিবাহিতদের জন্যও এই দিনটা ভাল কাটবে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি