Most Coward Zodiac Signs

অনেকের ভিড়ে এক কোণে সিঁটিয়ে থাকেন, নিজের উপর ভরসা শূন্য! সাহস দেখাতে ভয় পান পাঁচ রাশির ব্যক্তিরা

অনেকেই ভাবতে পারেন যে নিজেকে ভরসা করা তেমন কঠিন কিছু না, তবে আমাদের আশপাশে এমন বহু মানুষই রয়েছেন যাঁরা শত চেষ্টা করেও নিজেকে বিশ্বাস করে উঠতে পারেন না। এঁরা বেশির ভাগ সময়ই হীনম্মন্যতায় ভোগেন। শাস্ত্র জানাচ্ছে রাশিচক্রের পাঁচ রাশির মানুষদের মধ্যে এই প্রভাব সর্বাধিক।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬
astro

—প্রতীকী ছবি।

যে কোনও কাজই সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আত্মবিশ্বাস ও সাহসের প্রয়োজন হয়। সাহস করে এগিয়ে যেতে না পারলে জীবনে নানা ক্ষেত্রে অন্যদের থেকে পিছিয়ে পড়তে হয়। আমাদের মনে সাহস তখনই আসে, যখন আমাদের নিজের ক্ষমতার উপর ভরসা থাকে। অনেকেই ভাবতে পারেন যে নিজেকে ভরসা করা তেমন কঠিন কিছু না, তবে আমাদের আশপাশে এমন বহু মানুষই রয়েছেন যাঁরা শত চেষ্টা করেও নিজেকে বিশ্বাস করে উঠতে পারেন না। এঁরা বেশির ভাগ সময়ই হীনম্মন্যতায় ভোগেন। শাস্ত্র জানাচ্ছে রাশিচক্রের পাঁচ রাশির মানুষদের মধ্যে এই প্রভাব সর্বাধিক। তালিকায় কারা রয়েছে জেনে নিন।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা সাহসী নন?

কর্কট: কর্কট রাশির ব্যক্তিদের আবেগ তাঁদের সাহসী পদক্ষেপ নিতে বাধা দেয়। এই রাশির ব্যক্তিরা চাইলেও নিজের উদ্যোগে কোনও কাজ করার ভরসা পান না। বেশির ভাগ ক্ষেত্রে তাই এঁরা চানও না। কর্কট রাশির জাতক-জাতিকারা অন্যের উপর ভরসা করে জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ছক ভেঙে অন্য কিছু করার সুযোগ পেলেও এঁরা সেটা এড়িয়ে যেতেই পছন্দ করেন।

কন্যা: নিখুঁত জিনিসের প্রতি টান থাকলেও, নিখুঁত না হতে পারার ভয়ে সিঁটিয়ে থাকেন কন্যা রাশির জাতক-জাতিকারা। এঁরা যে কোনও ক্ষেত্রে সেরা হতে চান। কিন্তু সেরা যদি না হতে পারেন, সেই ভয়ে সাহস করে নতুন কিছু চেষ্টা করার তাগিদ এঁদের মধ্যে সচরাচর দেখা যায় না। কন্যা রাশির ব্যক্তিরা জীবনের বেশির ভাগটাই অন্যরা তাঁদের থেকে এগিয়ে যাচ্ছেন কি না সেই চিন্তায় কাটিয়ে দেন।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা সর্বদা নিজেদের মধ্যে খুঁত খুঁজে বার করতে ব্যস্ত থাকেন। এঁরা হীনম্মন্যতায় ভোগেন। কেউ এঁদের প্রশংসা করলেও সেটা এঁরা বিশ্বাস করে উঠতে পারেন না। ভাবেন অপর ব্যক্তিটি তাঁদের নিয়ে মজা করছেন। কারণ এঁরা নিজেরা মানতেই পারেন না যে এঁদের মধ্যে ভাল কিছুও থাকতে পারে। সেই ভাবনায় এঁরা সাহস নিয়ে কোনও কিছু করার জন্য এগিয়ে যেতেও পারেন না।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা ভুল করতে ভয় পান। সেই কারণে এঁরা নিজের জানা বৃত্তের বাইরে কোনও কিছু করতে পারেন না। করার সাহস দেখান না বললেও ভুল কিছু হবে না। নিয়মের বেড়াজালে থাকা মকর রাশির ব্যক্তিরা ব্যর্থ হতে ভয় পান। বহু পরিশ্রম করা সত্ত্বেও এঁরা নিজেদের ক্ষমতার উপর ভরসা করে উঠতে পারেন না। তাই মনে ভীতি নিয়েই থেকে যান।

মীন: বাস্তববিমুখ মীন রাশির ব্যক্তিদের কাছে সবচেয়ে ভয়ের জায়গা হল বাস্তব। তাই এঁরা সর্বদা নিজেদের কল্পনার জগতে ভেসে বেড়াতেই বেশি পছন্দ করেন। এই রাশির ব্যক্তিদের কাছে বাস্তব অনেক কঠিন। তার কারণ এঁদের নিজেদের উপর ভরসা না থাকা। নানা প্রকার জ্ঞান থাকা সত্ত্বেও এঁরা নিজেদের অপরের থেকে ছোট মনে করেন। লোকের ভিড়ে কোনও বিষয় নিয়ে কথা বলতেও ভয় পান মীন রাশির জাতক-জাতিকারা।

Advertisement
আরও পড়ুন