Astrological Tips for Mangal Gochar 2025

বিশেষ এক দেবতার পুজো করতে হবে, পরতে হবে নির্দিষ্ট রঙের জামা, তবেই বাঁচা যাবে মঙ্গলের ‘অমঙ্গল’ থেকে

জন্মছকে মঙ্গল যদি খারাপ অবস্থানে থাকে তা হলে মঙ্গলের রাশি পরিবর্তনে তাঁদের জীবন বিভীষিকাময় হয়ে উঠতে পারে। যদিও মঙ্গল দ্রুত গতির গ্রহ হওয়ায় সেই প্রভাব দীর্ঘস্থায়ী হবে না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১২:১৫

—প্রতীকী ছবি।

মঙ্গলের রাশি পরিবর্তন করা মানেই প্রত্যেক রাশির মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। কিছু রাশির জাতকেরা ভাল ফল পেলেও, কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। জন্মছকে মঙ্গল যদি খারাপ অবস্থানে থাকে তা হলে মঙ্গলের রাশি পরিবর্তনে তাঁদের জীবন বিভীষিকাময় হয়ে উঠতে পারে। যদিও মঙ্গল দ্রুত গতির গ্রহ হওয়ায় সেই প্রভাব দীর্ঘস্থায়ী হবে না। তবুও কয়েক দিনের খারাপ প্রভাবেও জীবন ওলটপালট হয়ে যেতে পারে। কিন্তু বিশেষ চিন্তার কোনও ব্যাপার নেই কারণ জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করার জন্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বেশ কয়েকটি কার্যকরী টোটকার কথা বলা রয়েছে। সেগুলি সঠিক নিয়ম মেনে পালন করতে পারলে মঙ্গলের খারাপ ফল থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে।

Advertisement

টোটকা:

১) মঙ্গল লাল রঙের গ্রহ। তাই এই সময়ে লাল রঙের বস্ত্র পরিধান করা প্রয়োজন। যতটা বেশি সম্ভব লাল জামাকাপড় পরুন, মঙ্গলের খারাপ প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন।

২) নিয়মিত হনুমানজির পুজো করুন। হনুমানজিকে কমলা সিঁদুর এবং কলা অর্পণ করুন।

৩) সারা দিনে যত বার সম্ভব হনুমান চালিশা পাঠ করুন। চেষ্টা করুন দিনে অন্তত দু’বার, সকাল এবং সন্ধ্যাবেলা হনুমান চালিশা পাঠ করতে।

৪) কোনও কাজে হঠকারিতা দেখাবেন না। মাথা ঠান্ডা রেখে, ধৈর্য ধরে যে কোনও কাজ করুন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময়ও ভেবেচিন্তে এগোন।

৫) যে কোনও শুভ কাজ করার আগে ইষ্টদেবতার নাম স্মরণ করুন ও খুব ভাল করে ভেবে তবেই এগোন।

৬) শত্রুদের থেকে দূরে থাকুন ও সতর্কতা অবলম্বন করুন।

৭) এই সময় অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই যতটা সম্ভব একা থাকুন ও প্রকৃতির সঙ্গে সময় কাটান।

৮) ব্যবসা বা চাকরির জায়গায় মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন।

৯) রাস্তাঘাটে বা অন্য কোথাও হনুমান দেখলে তাকে কলা খাওয়ান।

Advertisement
আরও পড়ুন