Gemstone Astrology

ভুল ধাতু দিয়ে গ্রহরত্ন ধারণে সমস্যা কমার বদলে বৃদ্ধি পায়! কোন রত্ন কোন ধাতু দিয়ে ধারণ করলে সুফল প্রাপ্তি হবে?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নয়টি পাথরের সুবিধা সম্পূর্ণ রূপে লাভ করতে নয়টি পাথরের প্রত্যেকটাকে উপযুক্ত ধাতুর সঙ্গে ধারণ করা আবশ্যিক। প্রত্যেকটা পাথর যদি নির্ধারিত ধাতুর সঙ্গে পরা হয়, তা হলে দ্রুত সুফল লাভ করা সম্ভব।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৭:৫৯
gemstone

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের জন্মছকে নয়টি গ্রহের কথা বলা হয়েছে। নয়টি গ্রহের নয়টি রত্ন (পাথর) রয়েছে। সেই সকল গ্রহরত্ন বা পাথর মানুষের জীবনের ইতিবাচক দিকগুলিকে প্রভাবিত করে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নয়টি পাথরের সুবিধা সম্পূর্ণ রূপে লাভ করতে নয়টি পাথরের প্রত্যেকটাকে উপযুক্ত ধাতুর সঙ্গে ধারণ করা আবশ্যিক। প্রত্যেকটা পাথর যদি নির্ধারিত ধাতুর সঙ্গে পরা হয়, তা হলে দ্রুত সুফল লাভ করা সম্ভব। কোন পাথরের জন্য কোন ধাতু শুভ, জেনে নিন।

Advertisement

কোন রত্ন কোন ধাতুর সঙ্গে পরতে হবে?

১) পোখরাজ: বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত, সোনা বা তামা দিয়ে পরতে হবে।

২) চুনি: সূর্য বা রবির সঙ্গে সম্পর্কিত, তামা বা সোনা দিয়ে পরতে হবে।

৩) মুক্তো: চাঁদের সঙ্গে সম্পর্কিত, রুপো দিয়ে পরতে হবে।

৪) লাল প্রবাল: মঙ্গলের সঙ্গে সম্পর্কিত, তামা দিয়ে পরতে হবে।

৫) পান্না: বুধের সঙ্গে সম্পর্কিত, সোনা বা রুপো দিয়ে পরতে হবে।

৬) হিরে: শুক্রের সঙ্গে সম্পর্কিত, প্ল্যাটিনাম বা রুপো দিয়ে পরতে হবে।

৭) নীলা: শনির সঙ্গে সম্পর্কিত, পঞ্চধাতু বা লোহা দিয়ে পরতে হবে।

৮) গোমেদ: রাহুর সঙ্গে সম্পর্কিত, রুপো দিয়ে পরতে হবে।

৯) ক্যাটস্‌আই: কেতুর সঙ্গে সম্পর্কিত, পঞ্চধাতু বা রুপো দিয়ে পরতে হবে।

তবে যে কোনও গ্রহরত্ন ধারণের আগে জ্যোতিষীর সুপরামর্শ গ্রহণের প্রয়োজন রয়েছে। পরামর্শ ছাড়া কোনও রত্ন ধারণ করা উচিত নয়। কারণ, জন্মছকে গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয়। গ্রহ যেমন সঠিক ধাতুর সঙ্গে পরা উচিত, ঠিক সে রকমই সঠিক দিনক্ষণ দেখে তার পরই রত্ন ধারণ করা শ্রেয়। গ্রহরত্ন ধারণের পূর্বে সেটিকে গঙ্গাজল ও কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করে এবং ঠাকুরের কাছে শোধন করে তবেই ধারণ করতে হয়। সঠিক রত্নকে সঠিক ধাতু এবং সঠিক নিয়ম মেনে ধারণ করতে পারলে খুবই ভাল ফল পাওয়া যায়।

Advertisement
আরও পড়ুন