Sikkim Bridge Collapses

উদ্বোধনের পর বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে পড়ল উত্তর সিকিমের সঙ্কলাং সেতু! আটকে পর্যটকেরা

তিস্তার উপর তৈরি পুরনো সেতু ভেঙে যায় গত বছরের জুন মাসে। ওই সময়ে অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগিতায় তৈরি হয় বেইলি ব্রিজ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭
Bailey Bridge of North Sikkim

আচমকা ভেঙে পড়ল উত্তর সিকিমের সঙ্কলাং সেতু। ছবি: সংগৃহীত।

তৈরির এক বছরও হয়নি। তার মধ্যে উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ় ভেঙে গেল মঙ্গলবার। একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় সঙ্কলাং সেতুতে বিপত্তি ঘটেছে। ৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ। লাচেন এবং লাচুং–এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন অনেক পর্যটকও। তাঁদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সিকিম সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে।

Advertisement

তিস্তার উপর তৈরি পুরনো সেতু ভেঙে যায় গত বছরের জুন মাসে। ওই সময়ে অতিবৃষ্টিতে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগিতায় তৈরি হয় বেইলি ব্রিজ়। সেনার বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরআও)-এর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় চলতি বছরে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় যান চলাচল। কিন্তু যান চলাচলের দেড় মাস কাটতে না কাটতেই বিপত্তি। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার একটি লরি যাচ্ছিল বেইলি ব্রিজ়ের উপর দিয়ে। তখনই ভেঙে যায় সেতুটি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। লরিটি সেতুর ও পারে পৌঁছে গিয়েছিল। কিন্তু তার পর থেকে সমস্যার শুরু।

উত্তর সিকিমে যাঁরা ভ্রমণে গিয়েছেন, তাঁদের অনেকে চিন্তায় পড়েছেন। স্থানীয়েরা জানাচ্ছেন, গত বর্ষায় সংশ্লিষ্ট সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক দিন যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল। যদিও সেনা তৎপরতার সঙ্গে দিন তিনেকের মধ্যে বেইলি ব্রিজ়টি তৈরি করে ফেলেছিল। মালবাহী লরি যাওয়ার সময় সেই সেতুও ভেঙে পড়ে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ওই এলাকার সমস্ত গাড়িচালক এবং পথচারীদের সঙ্কলাং রুট এড়িয়ে যেতে বলেছে প্রশাসন। এখন মঙ্গন, জঙ্গু থেকে চুংথাং যাতায়াতের জন্য ঘুরপথ ব্যবহার করতে হবে। এর আগে ২০২৩ সালে বৃষ্টি এবং তিস্তায় হড়পা বানে সঙ্কলাং বেইলি ব্রিজ়ের ক্ষতি হয়েছিল।

Advertisement
আরও পড়ুন