India Pakistan Tension

একা পূর্ণমই মুক্তি পেলেন না, বন্দি বিনিময় হল পাকিস্তানের সঙ্গে, ভারত ফেরাল রাজস্থানে আটক সেই পাক রেঞ্জারকেও

বুধবার ‘বন্দি বিনিময়’ হল ভারত-পাকিস্তানের। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে সকালে মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকেও মুক্তি দিল ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৩:৫৬
পাকিস্তান থেকে বিএসএফ জওয়ানের মুক্তির পরে ছেড়ে দেওয়া হল পাক রেঞ্জারকেও।

পাকিস্তান থেকে বিএসএফ জওয়ানের মুক্তির পরে ছেড়ে দেওয়া হল পাক রেঞ্জারকেও। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংঘর্ষবিরতির পরে ‘বন্দি বিনিময়’ করল ভারত-পাকিস্তান। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দিল ভারত।

Advertisement

গত ২৩ এপ্রিল (পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরদিন) পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। সীমান্তে এমন ঘটলে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’-এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান। বস্তুত, আগের দিনই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা ২৬ জন নিরাপরাধ মানুষের মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানউতরের সৃষ্টি হয়।

ঘটনাক্রমে গত ৩ মে রাজস্থানে সীমান্ত লঙ্ঘন করে প্রবেশের জন্য বন্দি হন এক পাক রেঞ্জার। তার পর বেশ কয়েক বার ‘ফ্ল্যাগ মিটিং’ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এবং পাক রেঞ্জার্সের। কিন্তু জট কাটছিল না। গত ১০ মে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রেক্ষিতে সমস্যা সমাধানের আশা করা হয়েছিল। অবশেষে বুধবার দুই দেশই বন্দিদের প্রত্যর্পণ করল তাঁদের দেশে।

সকালে ওয়াঘা-অটারী সীমান্ত দিয়ে ছাড়া হয়েছে বিএসএফ জওয়ান পূর্ণমকে। তিনি ২০ দিন পরে মুক্তি পেয়ে দেশে ফিরলেন। অন্য দিকে, পাকিস্তানি রেঞ্জার মোহাম্মদ্দুল্লাহ্‌কেও মুক্তি দিয়েছে ভারত বলে জানিয়েছে পাকিস্তানের সংমাধ্যম। জানা যাচ্ছে, বুধবার সকালেই ওই পাক রেঞ্জারকে তাঁর দেশে ফিরিয়েছে ভারত। প্রোটোকল মেনে দুই দেশ বন্দিদের হস্তান্তর কার্যকর করেছে। বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, তাদের কনস্টেবল পূর্ণমের প্রত্যর্পণ সম্ভব হয়েছে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে নিয়মিত ‘ফ্ল্যাগ মিটিং’ এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টার কারণে।

বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমের মুক্তির খবরে আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আমাদের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দেওয়ার খবর পেয়ে আমি আনন্দিত। আমি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। হগলির রিষড়ায় রয়েছেন ওঁর স্ত্রী। তাঁর সঙ্গে তিন বার কথা হয়েছে আমার। আজও (বুধবার) আমি তাঁকে ফোন করেছি।’’ তিনি আরও লেখেন, ‘‘আমাদের জওয়ান ভাই, তাঁর স্ত্রী রজনী-সহ পুরো পরিবারের জন্য অনেক শুভকামনা জানালাম।’’ অন্য দিকে, বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ জানিয়েছেন, স্বামীর মুক্তির খবর আগেই দিয়েছিলেন বিএসএফের কর্তারা। বুধবার সকালে স্বামীর সঙ্গে ভিডিয়ো কলেও কথা হয়েছে তাঁর। দীর্ঘ তিন সপ্তাহের উৎকণ্ঠা এবং অপেক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার।

Advertisement
আরও পড়ুন