Andhra Pradesh

তৃতীয় সন্তানের জন্ম দিলেই মিলবে ৫০ হাজার টাকা, গরু! জনসংখ্যা বাড়াতে অভিনব পন্থা অন্ধ্রের সাংসদের

তৃতীয় সন্তানের জন্ম দিলেই প্রত্যেক প্রসূতিকে ‘পুরস্কার’ দেওয়া হবে। কন্যাসন্তানের ক্ষেত্রে দেওয়া হবে এককালীন নগদ ৫০,০০০ টাকা। আর যদি ওই মহিলা পুত্রসন্তান প্রসব করেন, তা হলে তাঁকে একটি গরুও উপহার হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২২:১২
অপ্পালা জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম দিলেই প্রত্যেক প্রসূতিকে ‘পুরস্কার’ দেওয়া হবে।

অপ্পালা জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম দিলেই প্রত্যেক প্রসূতিকে ‘পুরস্কার’ দেওয়া হবে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পরিবারগুলিকে আরও সন্তানধারণের ডাক দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দে‌শম পার্টি (টিডিপি)-র নেতা চন্দ্রবাবু নায়ডু। এ বার দলনেতার দর্শানো পথে হাঁটলেন টিডিপিরই আর এক সাংসদ আপ্পালা নায়ডু। অপ্পালা জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম দিলেই প্রত্যেক প্রসূতিকে ‘পুরস্কার’ দেওয়া হবে। কন্যাসন্তানের ক্ষেত্রে দেওয়া হবে এককালীন নগদ ৫০,০০০ টাকা। আর যদি ওই মহিলা পুত্রসন্তান প্রসব করেন, তা হলে তাঁকে একটি গরুও উপহার হিসাবে দেওয়া হবে।

Advertisement

শনিবার বিজয়নগরমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় অপ্পালা এই ঘোষণা করেন। অপ্পালা জানিয়েছেন, এই উপহার তিনি তাঁর বেতন থেকেই দেবেন। বিজয়নগরমের সাংসদের এই প্রস্তাব সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্ট ‘শেয়ার’ করছেন টিডিপি নেতা ও কর্মীরাও। টিডিপি নেতারা জানাচ্ছেন, অনেক মহিলা ইতিমধ্যেই তাঁদের এই প্রস্তাবকে ‘বৈপ্লবিক’ বলে মনে করছেন। অভিনব প্রস্তাবটি ঘোষণার পরেই সাংসদের প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নায়ডু। উল্লেখ্য, চলতি মাসে দিল্লি সফরের সময় দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন চন্দ্রবাবু। পরিসংখ্যান উদ্ধৃত করে তিনি জানিয়েছিলেন, দক্ষিণ ভারতে বয়স্কদের সংখ্যা ক্রমেই বাড়ছে, যেখানে উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলিতে জনসংখ্যার গড় বয়স অনেক কম। এর সমাধান হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিবর্তে দীর্ঘমেয়াদি জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, শনিবারই চন্দ্রবাবু ঘোষণা করেছেন, রাজ্যে সন্তানপ্রসবের সময় সমস্ত মহিলা কর্মচারীর জন্য সন্তানসংখ্যা নির্বিশেষে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশম জেলার মারকাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। এর আগে দু’টি সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত। এখন থেকে সন্তানসংখ্যা নির্বিশেষে সব প্রসূতিই মাতৃত্বকালীন ছুটি পাবেন। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মহিলাদের তাঁদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতেই এই উদ্যোগ। সেই আবহে এ বার একই পথে হাঁটলেন অপ্পালাও।

Advertisement
আরও পড়ুন