Anti Drone System in Taj Mahal

ড্রোনরোধী ব্যবস্থা মোতায়েন হচ্ছে তাজমহলে! ধারেকাছে ঘেঁষার আগে মাঝআকাশেই নিষ্ক্রিয় হবে ড্রোন

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ। এ বার সেখানে নিরাপত্তায় আরও একটি নতুন ‘স্তর’ যুক্ত হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২২:৩০
নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা হচ্ছে তাজমহলে।

নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা হচ্ছে তাজমহলে। —ফাইল চিত্র।

তাজমহলে বসানো হচ্ছে ড্রোন প্রতিরোধক ব্যবস্থা! আকাশপথে হামলার ঝুঁকি এড়াতেই এই ড্রোন প্রতিরোধক ব্যবস্থা বসানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বর্তমানে তাজমহলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধাসেনা বাহিনী সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ। এ বার সেখানে নিরাপত্তায় আরও একটি নতুন ‘স্তর’ যুক্ত হচ্ছে। তাজমহলের ধারেকাছে ঘেঁষার আগেই ড্রোনকে মাঝআকাশেই নিষ্ক্রিয় করে দেওয়া যাবে এই নতুন ড্রোন প্রতিরোধক ব্যবস্থার মাধ্যমে।

Advertisement

অগরার অতিরিক্ত পুলিশ কমিশনার (তাজ নিরাপত্তা) সৈয়দ আরিব আহমেদ জানিয়েছেন, এই ড্রোন প্রতিরোধক ব্যবস্থাটি ৭-৮ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে কাজ করতে সক্ষম। তবে প্রাথমিক ভাবে তাজমহলের ২০০ মিটার ব্যাসার্ধেই ব্যবহার হবে। ওই পুলিশকর্তা আরও জানান, তাজমহলের দিকে কোনও ড্রোন এলে সেটির সিগন্যাল স্বয়ংক্রিয় ভাবে বন্ধ করে দেবে ড্রোন প্রতিরোধক ব্যবস্থা। ফলে ড্রোনটি আর কাজ করবে না। নতুন এই ড্রোন প্রতিরোধক ব্যবস্থার জন্য পুলিশকর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে।

পুলিশের একটি পৃথক দলও তৈরি করা হচ্ছে ড্রোন প্রতিরোধক ব্যবস্থা নিয়ে কাজ করার জন্য। কোনও ড্রোনটি কোথা থেকে আসছিল, তা খুঁজে বের করার দায়িত্ব থাকবে এই পুলিশদলের উপর। একই সঙ্গে ড্রোনটি নিষ্ক্রিয় হওয়ার পর যেখানে পড়বে, সেই অঞ্চলটিকেও সুরক্ষিত করার দায়িত্ব থাকবে পুলিশের ওই দলের উপর।

বস্তুত, পহেলগাঁও কাণ্ডের পরে ভারত-পাক সংঘর্ষের সময়ে ভারতীয় ভূখণ্ডের দিকে ড্রোন হামলার অভিযোগ উঠেছিল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। বর্তমানে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা কমেনি। এই অবস্থায় তাজমহলের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হচ্ছে। সম্প্রতি ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পুরীর মন্দিরের নিরাপত্তার জন্যও ড্রোনরোধী ব্যবস্থা মোতায়েন করার কাজ শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন