India Pakistan Tension

রাতভর হামলার পর সকালে জৈসলমেরের গ্রামে ‘বোমার মতো দেখতে বস্তু’! দ্রুত খালি করা হল এলাকা, জারি সতর্কতা

সংবাদ সংস্থা পিটিআই পুলিশ সূত্র উল্লেখ করে জানিয়েছে, জৈসলমেরের কিশনঘাটের বাসিন্দারা শুক্রবার সকালে সন্দেহজনক বস্তু বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। তা বোমা ভেবে আতঙ্ক ছড়ায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৩:৫৩
জৈসলমেরের গ্রামে সন্দেহজনক বস্তু।

জৈসলমেরের গ্রামে সন্দেহজনক বস্তু। ছবি: এক্স।

রাজস্থানের জৈসলমেরের গ্রামে ‘বোমার মতো দেখতে বস্তু’ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে ওই বস্তুটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। সেনাবাহিনী এসে দ্রুত খালি করে দেয় এলাকা। আদৌ সেটি বোমা কি না, যদি বোমা হয়, তবে তা সক্রিয় না নিষ্ক্রিয়, এখনও স্পষ্ট নয়। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই পুলিশ সূত্র উল্লেখ করে জানিয়েছে, কোতোয়ালি থানা এলাকার কিশনঘাটের বাসিন্দা অর্জুন নাথ সকালে সন্দেহজনক ওই বস্তু বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। গ্রামপ্রধানকে জানালে খবর দেওয়া হয় পুলিশকে। তার পর ঘটনাস্থলে পৌঁছোয় সেনাবাহিনী। বোমা নিষ্ক্রিয়কারী দলকেও খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার এসএইচও প্রেম দান জানিয়েছেন, বস্তুটিকে বোমা বলেই মনে করা হচ্ছে। তবে তা সক্রিয় না নিষ্ক্রিয়, এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

বোমার মতো দেখতে ওই বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয়েরা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতভর তাঁরা আতঙ্কে ছিলেন। ঘন ঘন সাইরেন বেজেছে। শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। আকাশেও আগুনের ফুলকি দেখা গিয়েছে। গোটা এলাকায় রাতে ‘ব্ল্যাকআউট’ ছিল। তার পর সকালে ওই ‘বোমা’ দেখে গ্রামবাসীরা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন।

কেউ কেউ বলছেন, জৈসলমেরের এই বস্তু আদৌ বোমা নয়। ড্রোনের ভাঙা অংশ হতে পারে। তবে সেনার তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারতের সীমান্তবর্তী একাধিক এলাকায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই চেষ্টা রুখে দিয়েছে। জম্মু, চণ্ডীগড়, অমৃতসর, জৈসলমের, আখনুরের মতো এলাকায় সাইরেনের শব্দ শোনা গিয়েছে সারা রাত। সর্বত্রই ছিল ‘ব্ল্যাকআউট’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। বৃহস্পতিবার রাতে তারই জবাব দেওয়ার চেষ্টা করে পাকিস্তান।

Advertisement
আরও পড়ুন