India Pakistan Tension

দিল্লিতে উড়ান পরিষেবা স্বাভাবিক, তবে দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ থাকবে শনিবার পর্যন্ত! কী বলছে সংস্থাগুলি

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছেন, সেখানে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। কিছু বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১১:২৫
Delhi airport operation will remain normal but 27 airports are still closed

দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ছবি: পিটিআই।

দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে বাড়তি ‘চেকিং’। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের। শনিবার বিকেল পর্যন্ত দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ থাকছে। তার ফলে অনেক বিমান বাতিল হয়ে গিয়েছে। আগে থেকে খোঁজখবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছেন, ‘‘দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কিছু বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন।’’ যাত্রীদের উদ্দেশে বেশ কিছু পরামর্শও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মালপত্র বহনের নিয়ম মেনে চলা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করা, শুধুমাত্র সরকারি বিবৃতির উপরে ভরসা রাখা, সমাজমাধ্যমের ভিত্তিহীন খবর অনুযায়ী কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হয়েছে। যাত্রী ছাড়া বিমানবন্দরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ২৭টি বিমানবন্দর বন্ধের কথা ঘোষণা করা হয়। সেই তালিকায় রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্তর, কিশনগড়, পটিয়ালা, শিমলা, কাংড়া-গগ্গল, ভাতিন্ডা, জৈসলমের, জোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, হীরাসর (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্ডলা এবং ভুজ।

পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক বিবৃতি জারি করেছে বিমান সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া বলেছে, নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছোতে হবে। জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোটের সমস্ত বিমান বাতিল থাকবে শনিবার বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত। স্পাইসজেট, ইন্ডিগো, আকাশা এয়ারের মতো সংস্থাগুলিও তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যেতে বলেছে। ৭ কিলোগ্রামের বেশি ওজনের ব্যাগ নিয়ে বিমানে ওঠা যাবে না বলে জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন