Operation Sindoor

সকালে চণ্ডীগড়, পটিয়ালায় বাজল সাইরেন! বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ, আকাশপথে হামলার আশঙ্কা

‘এয়ার সাইরেন’ বেজে উঠল চণ্ডীগড়ে। সম্ভাব্য হামলার আশঙ্কাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। চণ্ডীগড়ের জেলাশাসকের তরফে বাসিন্দাদের প্রত্যেককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১০:১৭
চণ্ডীগড়ের রাস্তা ফাঁকা। শুক্রবার।

চণ্ডীগড়ের রাস্তা ফাঁকা। শুক্রবার। —পিটিআই।

‘এয়ার সাইরেন’ বেজে উঠল চণ্ডীগড় এবং পঞ্জাবের পটিয়ালায়। সম্ভাব্য হামলার আশঙ্কাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্তকুমার যাদবের তরফে বাসিন্দাদের প্রত্যেককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বারান্দায় বেরোতেও নিষেধ করা হয়েছে।

Advertisement

পটিয়ালা জেলা প্রশাসনের তরফেও সকলকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সেখানকার বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জেলার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্ত বরাবর রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্তলাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। সেই সময়েও পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয়েছিল সাইরেন। বেশ কয়েক ঘণ্টা ‘ব্ল্যাকআউটের’ পর শুক্রবার সকালের দিকে বিদ্যুৎ পরিষেবা ফেরানো হয় চণ্ডীগড়ে। আকাশপথে পাকিস্তানের হামলার সম্ভাবনা থাকায় সকালে ফের এয়ার সাইরেন বাজল সেখানে। সঙ্গে পটিয়ালাতেও।

বৃহস্পতিবার রাতেই পাকিস্তানের ড্রোন হামলা প্রতিহত করে ভারতীয় সেনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহৌর, সিয়ালকোটে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।

Advertisement
আরও পড়ুন