(বাঁ দিকে) বিজেপি কাউন্সিলরের পুত্র হিমাংশু শ্রীবাস্তব। আক্রান্ত সাব-ইনস্পেক্টর অভিষেক ত্রিপাঠী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে বিজেপি কাউন্সিলরের পুত্রের হাতে আক্রান্ত হলেন এক সাব-ইনস্পেক্টর (এসআই)। তাঁকে চড় মারার অভিযোগ উঠেছে কাউন্সিলরের পুত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চওক থানা এলাকায়। অভিযুক্তকে ধরে পাল্টা মার দেয় ঘটনাস্থলে উপস্থিত জনতাও। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাউন্সিলরের পুত্রকে।
ডিসিপি গৌরব বনসওয়াল জানিয়েছেন, অভিযুক্তের নাম হিমাংশু শ্রীবাস্তব। তাঁকে গ্রেফতার করা হয়েছে। হুকুলগঞ্জের কাউন্সিলর ব্রিজেশচন্দ্র শ্রীবাস্তবের পুত্র হিমাংশু। পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত ‘নো ভেহিকল’ জ়োনে মোটরবাইক রাখাকে কেন্দ্র করে। মণিকর্ণিকা ঘাটের কাছে প্রচণ্ড ভিড় ছিল। ফলে সেখানে বাইক পার্কিং নিষিদ্ধ করা হয়। অভিযোগ, সন্ধ্যার সময়ে তিন যুবক বাইকে করে আসেন। তার পর ‘নো ভেহিকল’ জ়োনে বাইক রাখেন। তখন সেখানে কর্তব্যরত এসআই অভিষেক ত্রিপাঠী ওই যুবকদের বাইক সরিয়ে নেওয়ার জন্য বলেন। তখনই তাঁদের মধ্যে এক জন এসআইকে উদ্দেশ করে হুঁশিয়ারি দেন, ‘‘আমি কাউন্সিলরের ছেলে।’’
এ কথা শুনে এসআই তখন বাইক সরিয়ে নেওয়ার জন্য তাঁদের আবার অনুরোধ করেন। অভিযোগ, আমচকাই কাউন্সিলরের ছেলে মারমুখী হয়ে ওঠেন। এসআই-কে কষিয়ে চড় মারেন। এই ঘটনা যখন ঘটছিল, সামনে থাকা কয়েক জন অভিযুক্তকে ধরে ফেলেন। তার পর তাঁকেও মারধর করা হয়। পুলিশ এসে হিমাংশুকে থানায় নিয়ে যায়। এসআইয়ের বয়ানের ভিত্তিতে কাউন্সিলরের পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত অন্য এক পুলিশকর্মীর দাবি, হিমাংশুকে ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। জনতার রোষ এসে পড়ে কাউন্সিলরের পুত্রের উপর। তার পরই সেখানে ৪০-৫০ জনের একটি দল এসে হুলস্থুল বাধানোর চেষ্টা করে। হিমাংশুকে থানায় নিয়ে গেলে সেখানে পৌঁছে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। আহত অবস্থায় হিমাংশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।