Groom cancels Wedding

‘আমার কাজ শেষ’! ফোনে জানিয়ে বিয়েই করতে গেলেন না পাত্র, থানায় ছুটলেন কনে

১৫ মে ছতরপুরে বসেছিল বিয়ের আসর। নিমন্ত্রিত ছিলেন ৩০০ জন অতিথি। সন্ধে হতেই একে একে তাঁরা উপস্থিত হতে থাকেন বিয়েবাড়িতে। কনে সেজে তরুণী বসেছিলেন অপেক্ষায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৭:৪৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কনে সেজে বসেছিলেন তরুণী। অপেক্ষা করছিলেন পাত্রের। কিন্তু তিনি আর এলেন না। তাঁকে কনে ফোন করলে বললেন, ‘‘আমার কাজ শেষ।’’ জানিয়ে দিলেন, বরযাত্রী নিয়ে আর বিয়ের মণ্ডপে যাবেন না। মধ্যপ্রদেশের ছতরপুরের ঘটনা। বরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কনে।

Advertisement

১৫ মে ছতরপুরে বসেছিল বিয়ের আসর। নিমন্ত্রিত ছিলেন ৩০০ জন অতিথি। সন্ধে হতেই একে একে তাঁরা উপস্থিত হতে থাকেন বিয়েবাড়িতে। কনে সেজে তরুণী বসেছিলেন অপেক্ষায়। কিন্তু রাত বাড়লেও আসেননি ভরত আহিরওয়ার। তিনি ঝিড়িয়াঝোর গ্রামের বাসিন্দা। সেখান থেকেই বরযাত্রীর সঙ্গে বিয়ে করতে আসার কথা ছিল। বর আসছেন না দেখে তাঁকে ফোন করেন তরুণী। তখনই ফোনে ভরত জানিয়ে দেন, তাঁর কাজ শেষ। তাঁর পরিবারের সদস্যেরা বলেন, ‘‘আমরা আর যাচ্ছি না।’’

মুহূর্তের মধ্যে বিয়ের বাড়ির আবহ বদলে যায়। কান্নাকাটি জুড়ে দেন কনের মা, পরিবারের সদস্যেরা। পাত্র যদিও অনড়। বিয়ে তিনি করবেন না। কনে থানায় অভিযোগ করে জানিয়েছেন, গত ছ’মাস ধরে ভরতের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। দুই পরিবারই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের দিন বর আসেননি বলে অভিযোগ। এই প্রসঙ্গে অভিযুক্ত পাত্রের কোনও বক্তব্য মেলেনি।

Advertisement
আরও পড়ুন