Heart Attack

বাস চালানোর সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু! নিয়ন্ত্রণ হারানোর আগেই হাল ধরলেন কন্ডাক্টর, দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা

চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:৪২
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাসচালকের। ছবি: সংগৃহীত।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাসচালকের। ছবি: সংগৃহীত।

বাস চালাতে চালাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন চালক। তার পরই মৃত্যু হয় তাঁর। চালককে আচমকা আসন থেকে পড়ে যেতে দেখেই বিপদের আঁচ পেয়েছিলেন কন্ডাক্টর। বাস তত ক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কন্ডাক্টর লাফিয়ে পড়ে বাসের ব্রেক কষেন। বাসের ভিতরে তখন চিৎকার আর ‘গেল গেল রব’ উঠেছিল। কিন্তু কন্ডাক্টরের তৎপরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে ফিরেছেন তাঁরা।

Advertisement

ঘটনাটি তামিলনাড়ুর ডিন্ডিগুলের। একটি বেসরকারি বাস পুদুকোট্টাইয়ের দিকে যাচ্ছিল। চালকের আসনে ছিলেন প্রভু নামে এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনকপট্টি পার হতেই বুকে ব্যথা অনুভব করেন চালক। সে কথা কন্ডাক্টরকেও জানান। তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কেউ কিছু বুঝে ওঠার আগেই চালক তাঁর আসন থেকে পড়ে যান। বাস তখন গতিতে ছুটছিল। বাসের ভিতরে তখন ৩০-৪০ জন যাত্রী। চালককে জ্ঞান হারাতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বাস নিয়ন্ত্রণ হারানোর আগেই কন্ডাক্টর আপৎকালীন ব্রেক কষে থামিয়ে দেন।

চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে পুলিশ। কন্ডাক্টর এবং যাত্রীদের সঙ্গে কথা বলা হবে বলেও পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন