— প্রতীকী চিত্র।
এখনও পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর যে শুনানি হয়েছে, তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছে ১১,৪৭২ জন ভোটারের নাম। এমনটাই বলছে কমিশনের সূত্র। সেই সূত্র অনুসারে, এখনও পর্যন্ত ৯,৩০,৯৯৩ জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পরে তথ্য আপলোড করা হয়েছে। তার মধ্যে ‘অবৈধ’ বলে চিহ্নিত হয়েছেন ১১,৪৭২ জন ভোটার। কমিশন সূত্রে খবর, ইআরও-রা শুনানি ও নথি যাচাই করে দেখেছেন, ওই ভোটারেরা ‘অবৈধ’। ফলে তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে।
এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন জানিয়েছিল, ‘নো ম্যাপিং’ তালিকায় থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। এ ছাড়া, আরও লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়। তাঁদেরও শুনানিতে হাজির হতে হবে বলে জানায় কমিশন। তাঁদের তথ্য যাচাই করে দেখে কমিশন। গত ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে এখনও পর্যন্ত ৯ লক্ষের উপর ভোটারের শুনানি হয়েছে। কমিশন সূত্রে খবর, তাঁদের মধ্যে ১১,৪৭২ জন ভোটার ‘অবৈধ’। তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে।
এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে, তাতে কোন জেলায় কত জন ভোটার ‘অবৈধ’, তা জানা গিয়েছে কমিশন সূত্রে। ৬৫,৭৮,০৫৮টি নোটিস ‘জেনারেট’ হয়েছে। তার মধ্যে নোটিস জারি হয়েছে ৩২,৪৯,০৯১। এই ৩২ লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে ৯,৩০,৯৯৩ জনের। তার মধ্যে ইআরও-রা শুনানি করে খুঁজে পেয়েছেন ১১,৪৭২ জন ‘অবৈধ’ ভোটার। সবচেয়ে বেশি ‘অবৈধ’ ভোটার মিলেছে নদিয়ায়। এখনও পর্যন্ত শুনানির পরে দেখা গিয়েছে, সেখানে ‘অবৈধ’ ভোটারের সংখ্যা ৯,২২৮। নদিয়ায় ৪ লক্ষ ৯৪ হাজার ৫৩২ জনকে পাঠানোর জন্য নোটিস প্রকাশ করা হয়। নোটিস হাতে পেয়েছিলেন ২ লক্ষ ৯০ হাজার ৯২৩ জন। শুনানি হয়েছিল ১ লক্ষ ২৭ হাজার ১২৭ জনের।
এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে, কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় এক জন ভোটারও ‘অবৈধ’ বলে চিহ্নিত হননি। কলকাতা দক্ষিণে ১,৩৬,৫৬১ টি নোটিস ‘জেনারেট’ হয়েছিল। বাঁকুড়ায় ১,৬৩,৩৫৭ টি নোটিস ‘জেনারেট’ হয়। কোচবিহারে এখনও পর্যন্ত শুনানি করে ১০ জন ‘অবৈধ’ ভোটার খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর। জলপাইগুড়িতে ৪, দার্জিলিঙে ২, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ১৯৫, মালদহে ১৫ জন অবৈধ ভোটার খুঁজে পেয়েছে কমিশন। মুর্শিদাবাদে ৬৮, উত্তর ২৪ পরগনায় ১৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ৬৯, কলকাতা উত্তরে ৫৪, হাওড়ায় ২৬ জন ভোটার ‘অবৈধ’ বলে চিহ্নিত হয়েছেন। হুগলিতে ৯৮৯, পূর্ব মেদিনীপুরে ২, পশ্চিম মেদিনীপুরে ১০৫, পুরুলিয়ায় ৪৪, পূর্ব বর্ধমানে ১৬৭, বীরভূমে ২৬৪, আলিপুরদুয়ারে ৯, কালিম্পঙে ৬৫, ঝাড়গ্রামে ৩, পশ্চিম বর্ধমানে ৪ জন ভোটার ‘অবৈধ’ বলে চিহ্নিত।
পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। পশ্চিমবঙ্গে ১১ ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হয়েছে। ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আনা হয় খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।