দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: সংগৃহীত।
হিমাচল প্রদেশের সিরমৌরে বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু হল। আহত অন্তত ৩০ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, একটি বেসরকারি বাস সোলান থেকে হরিপুর ধরে যাচ্ছিল। পাহাড় রাস্তায় বাঁক নেওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর উল্টে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তেই ভিতরে থাকা যাত্রীরা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। স্থানীয়েরা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসটি পড়ে তালগোল পাকিয়ে গিয়েছিল। যাত্রীরা ভিতরেই আটকে ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই আট জনের মৃত্যু হয়েছে। বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভিতরে আটকে ছিলেন যাত্রীরা। দীর্ঘ ক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কুয়াশার কারণে রাস্তার বাঁক বুঝতে পারেননি চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার কারণ ঠিক কী, তা জানার চেষ্টা চলছে।