CBI Arrests IRS Officer

৪৫ লক্ষ টাকা চাই! ফাঁদ পেতেছিল সিবিআই, ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি থেকে আইআরএস অফিসারকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা

২৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক আইআরএস অফিসারকে গ্রেফতার করল সিবিআই। পঞ্জাবের মোহালিতে ওই আমলার বাড়িতে ফাঁদ পেতেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৫:৫৬
সিবিআইয়ের হাতে গ্রেফতার আইআরএফ আধিকারিক।

সিবিআইয়ের হাতে গ্রেফতার আইআরএফ আধিকারিক। —প্রতীকী চিত্র।

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক আমলাকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম অমিতকুমার সিংহল। ২০০৭ সালের ব্যাচের ওই আইআরএস আধিকারিক ‘ডিরেক্টরেট অফ ট্যাক্সপেয়ার সার্ভিসেস’-এ অতিরিক্ত ডিরেক্টর জেনারেল হিসাবে কর্মরত ছিলেন। ২৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কাছে আগে থেকেই নজর ছিল ওই কেন্দ্রীয় সংস্থার ওই আধিকারিকের দিকে। সিংহল এক ব্যক্তির থেকে মোট ৪৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ পায় সিবিআই। প্রথম দফায় ২৫ লক্ষ টাকা পাঠানোর কথা ছিল সিংহলকে। সেই সূত্র ধরেই গত শনিবার পঞ্জাবের মোহালিতে আমলার বাড়িতে ফাঁদ পাতেন তদন্তকারীরা।

ওই সময় সিংহল মোহালির বাড়িতে ছিলেন না। হর্ষ কোটাক নামে এক ব্যক্তি ওই টাকা সংগ্রহ করেন। ঘটনাস্থল থেকেই হর্ষকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই আমলার হয়েই ঘুষের টাকা সংগ্রহ করছিলেন তিনি। পরে নয়াদিল্লির বসন্তকুঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আইআরএস অফিসারকেও।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই মামলার তদন্তে দিল্লি, পঞ্জাব এবং মুম্বই (মহারাষ্ট্র)-এর বেশ কিছু জায়গায় অভিযান চালান তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সিবিআইয়ের এক মুখপাত্র পিটিআইকে জানান, ঘুষের টাকা না-পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন ওই আমলা। এ ছাড়া মোটা অঙ্কের টাকার জরিমানা করা এবং অন্য বিভিন্ন ভাবে হয়রানিরও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন