Chhattisgarh Village

‘মাওবাদীরা কেটে দিয়েছিল বিদ্যুতের তার’! ৪০ বছর পর আলো জ্বলল ছত্তীসগঢ়ের গ্রামে

ছত্তীসগঢ়ের সুকমা জেলার পোলমপাড় গ্রামে একসময় বিদ্যুৎ ছিল। দীর্ঘ ৪০ বছর পর শনিবার থেকে আবার এই গ্রামের ঘরে ঘরে আলো জ্বলছে। গ্রামবাসীরা উচ্ছ্বসিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:২৮
Chhattisgarh village gets electricity after 40 yers

ছত্তীসগঢ়ের সুকমার গ্রামে বিদ্যুৎ পরিষেবা ফিরেছে ৪০ বছর পরে। —ফাইল চিত্র।

৪০ বছর পর বিদ্যুৎ সংযোগ ফিরে পেল ছত্তীসগঢ়ের গ্রাম। অভিযোগ, মাওবাদীরা গ্রামের বিদ্যুতের তার কেটে দিয়েছিল। তার ফলে দীর্ঘ দিন গ্রামটি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। শুধু বিদ্যুৎ নয়, রাস্তাঘাট থেকে শুরু করে জল, সব ক্ষেত্রেই থমকে ছিল উন্নয়ন। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে গ্রামটিতে আবার ফিরেছে বিদ্যুৎ পরিষেবা। হাসি ফুটেছে গ্রামবাসীদের মুখে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ছত্তীসগঢ়ের সুকমা জেলার পোলমপাড় গ্রামে একসময় বিদ্যুৎ ছিল। দীর্ঘ ৪০ বছর শনিবার থেকে আবার তাঁদের ঘরে আলো জ্বলছে। গ্রামের এক বাসিন্দার কথায়, ‘‘আমরা গতকাল থেকে আবার বিদ্যুৎ পরিষেবা পেয়েছি। আমরা খুব খুশি।’’

২০২৪ সালে পোলমপাড়ের কাছে কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফের ক্যাম্প তৈরি হয়। গ্রামবাসীদের বক্তব্য, সেই থেকে বদলে যায় চিত্র। ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়া লাগে তাঁদের গ্রামেও। সরকারি নানা পরিষেবা এবং প্রকল্পের সুবিধা পেতে শুরু করেন পোলমপাড়ের মানুষ। দীর্ঘ দিন যা থেকে তাঁদের বঞ্চিত রাখা হয়েছিল। সুকমার পুলিশ সুপার কিরণ চওয়ান বলেন, ‘’৪০ বছর পর এই গ্রামে বিদ্যুৎ পরিষেবা ফিরল। সিআরপিএফ গ্রামের কাছেই ক্যাম্প তৈরি করেছে। তারাই বিদ্যুতের বন্দোবস্ত করে দিয়েছে। আগে এই সমস্ত এলাকায় বিদ্যুৎ ছিল। কিন্তু মাওবাদীরা বিদ্যুতের তার ছিঁড়ে দেয়। রাস্তাও নষ্ট করে। সিআরপিএফের উদ্যোগে এখানে আবার পরিষেবা স্বাভাবিক হল।’’

Advertisement
আরও পড়ুন