EU Trade Deal

ইউরোপের সঙ্গে বহুপ্রতীক্ষিত বাণিজ্যচুক্তি স্বাক্ষর হবে মঙ্গলবার! চূড়ান্ত হল বোঝাপড়া

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টার সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরই চুক্তি স্বাক্ষরের বিষয়টি জানালেন ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৪১
ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল।

ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল। ছবি: পিটিআই।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়ে গেল সাধারণতন্ত্র দিবসে। মঙ্গলবারই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) ঘোষণা হবে বলে জানালেন ভারতের বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল। তিনি জানান, এফটিএ নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। মঙ্গলবার তা ঘোষণা করা হবে।

Advertisement

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টার সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে আলোচনা হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে। সেই বৈঠক নিয়ে আশাবাদী ছিল সব পক্ষই। সোমবারের সেই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে তা জানালেন ভারতের বাণিজ্যসচিব।

এ বছর ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি ইউরোপীয় কমিশনের প্রধান। দিন কয়েক আগে উরসুলা জানিয়েছিলেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতেই এ দেশে আসছেন তিনি। মোদীর সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, “সফল ভারতই পারে বিশ্বকে আরও স্থিতিশীল, উন্নত এবং নিরাপদ করে তুলতে।” সব মিলিয়ে ব্রিটেনের পর ইউরোপ ইউনিয়নের সঙ্গে এফটিএ চূড়ান্ত হওয়া ছিল সময়ের অপেক্ষা।

২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তখন দেশে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। দীর্ঘ ১৮ বছর ধরে দফায় দফায় আলোচনার পরে অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে এই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমঝোতা। ঘটনাচক্রে এমন একটি সময়ে ইউরোপের সঙ্গে ভারতের এই বাণিজ্যচুক্তির আলোচনা চূড়ান্ত রূপ পাচ্ছে, যখন ওয়াশিংটনের সঙ্গে দিল্লির এক বাণিজ্যিক টানাপড়েন সৃষ্টি হয়েছে। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। দফায় দফায় আলোচনার পরেও সেই শুল্ক প্রত্যাহার হয়নি।

Advertisement
আরও পড়ুন