US tariff on India

রুশ তেল কেনা বিতর্কে ট্রাম্পের সহযোগীর জাতিবিদ্বেষী মন্তব্য, সমর্থন কংগ্রেসের দলিত নেতার!

নাভারো সোমবার মার্কিন গণমাধ্যম ‘ফক্স নিউজ়’কে সাক্ষাৎকার দেন। সেখানে ফের এক বার ভারতের নামে বিষোদ্গার করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৭
ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী।

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। ছবি রয়টার্স।

শুল্কযুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর জাতিবিদ্বেষী মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এ বার তা নিয়ে মতপার্থক্য স্পষ্ট হল দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্দরে।

Advertisement

নাভারো সোমবার মার্কিন গণমাধ্যম ‘ফক্স নিউজ়’কে সাক্ষাৎকার দেন। সেখানে ফের এক বার ভারতের নামে বিষোদ্গার করেন তিনি। সেই সঙ্গে তাঁর বিতর্কিত মন্তব্য, ‘‘কম দামে রুশ তেল কিনে লাভ করছে ভারতের ব্রাহ্মণেরা!’’ কংগ্রেসের পবন খেরা, শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীরা ট্রাম্পের উপদেষ্টার ওই মন্তব্যের প্রবল সমালোচনা করেছেন। কিন্তু এই মন্তব্যকে সমর্থন করেছেন দলিত কংগ্রেস নেতা উদিত রাজ।

জাতিবিদ্বেষী মন্তব্যের পাশাপাশি নয়াদিল্লিকে ‘রাশিয়ান টাকা তৈরির লন্ড্রি’ বলেও খোঁচা দিয়েছেন ট্রাম্প-ঘনিষ্ঠ নাভারো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না-করে তাঁর মন্তব্য, ‘‘আপনি ভারতীয় জনগণের খরচে ব্রাহ্মণদের মুনাফা অর্জন করতে সাহায্য করেছেন। আমাদের এটি বন্ধ করা দরকার।” তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে সোমবার থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই প্রেক্ষিতে কংগ্রেস নেতা উদিত বলেন, “নাভারোর কথায় আমি একেবারে একমত। ভারতের কর্পোরেট সংস্থাগুলির অধিকাংশই উচ্চবর্ণের ব্যক্তিরা পরিচালনা করেন। তাঁরাই রুশ তেল থেকে মুনাফা অর্জন করছেন, সাধারণ ভারতবাসী নয়।’’

এর পরে তাঁর মন্তব্য, ‘‘ভারতে এত বেশি জাতিবিদ্বেষ, আমার মনে হয় আগামী ১০০ বছরেও দলিত বা অনগ্রসর শ্রেণির মানুষ কর্পোরেট সংস্থা গড়ে তুলতে পারবে না। তাই নাভারো যা বলেছেন, তা তথ্যগত দিক থেকে একেবারে ঠিক।” প্রসঙ্গত, ২০১৪-১৯ বিজেপি সাংসদ ছিলেন উদিত। ২০১৯ সালের এপ্রিলে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ঘটনাচক্রে, নাভারোর মন্তব্য ঘিরে বিতর্কের এই আবহেই সোমবার সন্ধ্যায় ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, দশকের পর দশক ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যে একতরফা ফয়দা লুটেছে ভারত। ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক মকুবের সম্ভাবনাও খারিজ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন