Letters Of Jawaharlal nehru

নেহরুর চিঠি যথাস্থানেই, জানাল কেন্দ্র

এ বার বিজেপি সাংসদ সম্বিতের প্রশ্নের উত্তরে মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতই লোকসভায় জানালেন, প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার থেকে কোনও কাগজ বা চিঠিপত্র খোয়া যায়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৭:০৮
জওহরলাল নেহরু।

জওহরলাল নেহরু। — ফাইল চিত্র।

ইউপিএ জমানায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার থেকে জওহরলাল নেহরুর অসংখ্য চিঠিপত্র নিয়ে যান বলে গত বছর বিজেপি অভিযোগ তুলেছিল। ওই সব চিঠির মধ্যে নেহরুর সঙ্গে এডুইনা মাউন্টব্যাটেনের চিঠিপত্রও ছিল বলে বিজেপি নেতা সম্বিত পাত্র সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন।

এ বার বিজেপি সাংসদ সম্বিতের প্রশ্নের উত্তরে মোদী সরকারের সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতই লোকসভায় জানালেন, প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার থেকে কোনও কাগজ বা চিঠিপত্র খোয়া যায়নি। এই উত্তরের পরে কংগ্রেসের প্রশ্ন, এ বার কি বিজেপি ক্ষমা চাইবে?

শুধু বিজেপি সাংসদ নন, গত এক বছরে প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার কর্তারা একাধিক বার জানিয়েছেন, তাঁরা সনিয়া ও রাহুলকে চিঠি লিখে জওহরলাল নেহরুর চিঠি ফেরত চেয়েছেন। এই সংস্থার সভাপতি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্থার সূত্রে জানানো হয়েছিল, খোদ প্রধানমন্ত্রী এই বিষয়ে অবহিত ও তিনি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

মোদী সরকারের সংস্কৃতিমন্ত্রী আজ লোকসভায় ঠিক তার উল্টো উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিন মূর্তি ভবনে অবস্থিত প্রধানমন্ত্রী সংগ্রহশালা নেহরুর সঙ্গে সম্পর্কিত কোনও নথি খোয়া যায়নি। সংগ্রহশালা থেকে বেআইনি ভাবে কারও নথি সরিয়ে নিয়ে যাওয়ারও প্রশ্ন উঠছে না। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের প্রশ্ন, ‘‘সত্যিটা বেরিয়ে পড়েছে। এ বার কি ক্ষমা চাওয়া হবে?”

আরও পড়ুন