Bomb Threat in Delhi

উড়ো মেলে রাজধানীতে ফের বোমা হামলার হুমকি! দিল্লির আদালতে আতঙ্ক, বন্ধ হল কাজ, হুঁশিয়ারি স্কুলেও

মঙ্গলবার সকালে রাজধানীর চারটি নিম্ন আদালত এবং একাধিক সিআরপিএফ স্কুলকে ইমেল মারফত ওই হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৩:৪৮
চলছে তল্লাশি।

চলছে তল্লাশি। ছবি: সংগৃহীত।

দিল্লিতে লালকেল্লার অদূরে বিস্ফোরণের সবেমাত্র এক সপ্তাহ পেরিয়েছে। এখনও সেই ঘটনার স্মৃতি টাটকা। আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। তার মাঝেই ফের উড়ো মেলে আসা বোমা হামলার হুমকিকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়াল রাজধানীতে।

Advertisement

মঙ্গলবার সকালে রাজধানীর চারটি নিম্ন আদালত এবং একাধিক সিআরপিএফ স্কুলকে ইমেল মারফত ওই হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি। সকাল ৯টা নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরা একটি মেল পান। তাতে লেখা ছিল, ওই জায়গাগুলিতে মঙ্গলবারই বোমা হামলা চালানো হবে। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই আদালত চত্বর খালি করে দেন কর্মীরা। বন্ধ রাখা হয় শুনানি-সহ অন্য যাবতীয় কাজ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির দ্বারকা, সাকেত, পটিয়ালা হাউস এবং রোহিণী আদালতে ওই হুমকি ইমেল পাঠানো হয়। একই সময়ে প্রশান্ত বিহার এবং দ্বারকায় অবস্থিত দু’টি সিআরপিএফ স্কুলকেও একই বার্তা পাঠানো হয়। সঙ্গে সঙ্গে পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের বার করে দিয়ে খবর দেওয়া হয় পুলিশে। পৌঁছোন বম্ব স্কোয়াডের কর্মীরাও। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়। খবর দেওয়া হয় দমকলেও। গোটা এলাকা জুড়ে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।

Advertisement
আরও পড়ুন