— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। তা-ও আবার খাস কলকাতায়! সোমবার সকালে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অপহৃত শিশুটিরও খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুর মায়ের নাম মঞ্জিলা খাতুন। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা মঞ্জিলা সোমবার সকালে কেবি ২২ বাসে করে বিসি রায় হাসপাতালে আসছিলেন। কোলে ছিল ছ’মাসের শিশুপুত্র। বাসেই এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। বাসে কোনও ফাঁকা আসন না থাকায় মঞ্জিলার ছেলেকে কোলে নিয়ে বসেন অপরিচিতা ওই যুবতী। অল্প ক্ষণের আলাপে বেশ ভাবও জমে ওঠে দু’জনের। করুণাময়ী বাসস্ট্যান্ডে নেমে দু’জনে একসঙ্গে অটোয় ওঠেন। হাসপাতালেও ঢোকেন একসঙ্গেই।
মহিলার দাবি, সাড়ে ১০টা নাগাদ তাঁরা হাসপাতালে পৌঁছোন। সেখানে ছেলেকে ডাক্তার দেখান মঞ্জিলা। চিকিৎসক বেশ কিছু ওষুধও লিখে দেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এর পরেই সদ্য আলাপ হওয়া ‘বান্ধবী’ বলে ওঠেন, মঞ্জিলা নিশ্চিন্তে তাঁর কাছে ছেলেকে রেখে ওষুধ কিনতে যেতে পারেন। তত ক্ষণ তিনি শিশুটিকে দেখবেন। বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে তাঁর কাছেই শিশুপুত্রকে রেখে ওষুধ কিনতে চলে যান মা। ফিরে এসে দেখেন, কেউ কোথাও নেই! ততক্ষণে শিশুটিকে নিয়ে হাসপাতাল ছেড়ে চম্পট দিয়েছেন ওই যুবতী।
ঘটনার পরেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অপহরণ-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। শিশুটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মহিলারও খোঁজ চলছে।