Theft in Kolkata

সাতসকালে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই বাইকআরোহী তিন যুবকের! ট্যাংরা থেকে ধৃত দুই

প্রাতর্ভ্রমণ সেরে ফিরছিলেন রীনা দাস নামে এক মহিলা। গলায় ছিল সোনার চেন। আচমকা বাইকে চড়ে তিন যুবক তাঁর কাছে আসেন। কিছু বুঝে ওঠার আগেই মহিলার গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২২:৪৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালিয়েছিলেন তিন যুবক। কিন্তু শেষরক্ষা হল না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিকেলের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চেনটিও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় প্রাতর্ভ্রমণ সেরে ফিরছিলেন রীনা দাস নামে এক মহিলা। গলায় ছিল সোনার চেন। আচমকা বাইকে চড়ে তিন যুবক তাঁর কাছে আসেন। কিছু বুঝে ওঠার আগেই মহিলার গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন তাঁরা। প্রগতি ময়দান থানার অন্তর্গত মেট্রোপলিটন এলাকায় রীনার বাড়ির সামনেই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন রীনা। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৪(২) এবং ৩(৫) ধারার অধীনে মামলা দায়ের করে শুরু হয় তদন্ত।

ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। জানা যায়, অভিযুক্তেরা সকলেই ট্যাংরার ডিসি দে রোডের বাসিন্দা। ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম এসকে সাবির (২১) এবং মহম্মদ দৌলত ওরফে রোহিত। জেরায় দু’জনেই সোনার চেন ছিনতাইয়ের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি পুলিশের। ছিনতাই করা হারটিও উদ্ধার করা হয়েছে। সোমবার দুই ধৃতকে আদালতে হাজির করানো হবে। এখনও তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন