Maoists Killed in Andhra

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার পর এ বার গুলির লড়াইয়ে হত আরও সাত মাওবাদী, তল্লাশি জারি

মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদীদের শীর্ষনেতা মাডবী হিডমা ও তাঁর স্ত্রীর। তার পর থেকে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছিল মারেদুমিলির জঙ্গলে। বুধবার নিরাপত্তাবাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও সাত মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১১:১৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাওবাদীদের শীর্ষনেতা মাডবী হিডমার মৃত্যু হয় নিরাপত্তাবাহিনীর গুলিতে। তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তার পর থেকে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি জারি ছিল মারেদুমিলির জঙ্গলে। বুধবার নিরাপত্তাবাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও সাত মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে আলুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির জঙ্গলে নিরাপত্তাবাহিনী এবং মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার ছয় মাওবাদীর মৃত্যুর পর থেকে বাকি সদস্যদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর তল্লাশি চালানো হয়। বুধবার ভোরে মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় বাহিনীও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। এই দলের অন্য সদস্যদের খোঁজে এখনও তল্লাশি জারি। নিহতদের মধ্যে মাওবাদীদের তিন মহিলা সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন এডিজি।

এডিজি লাড্ডা আরও জানিয়েছেন, নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। তবে এক জনকে শনাক্ত করা গিয়েছে। তাঁর নাম মেটুরি জোখা রাও ওরফে ‘টেক শঙ্কর। তিনি শ্রীকাকুলামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অন্ধ্র-ওড়িশা সীমানায় এরিয়া কমিটি মেম্বার (এসিএম) ছিলেন শঙ্কর। তিনি প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ ছিলেন। অস্ত্র তৈরি, যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম তৈরি করার বিষয়েও অত্যন্ত দক্ষ ছিলেন শঙ্কর। এডিজি আরও জানিয়েছেন, এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসীমা, এলুরুতে ৫০ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড কার্তুজ, দু’টি ম্যাগাজ়িন, ৭৫০ গ্রাম তার এবং বিস্ফোরকের সরঞ্জাম উদ্ধার হয়েছে।

Advertisement
আরও পড়ুন