Rajnath Singh on Naxalism

নকশালদের গতিবিধি পাঁচ-ছ’টি জেলায় সীমাবদ্ধ হয়ে পড়েছে, ৩১ মার্চের মধ্যেই নির্মূল হবে: রাজনাথ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর দাবি, রেড করিডর (মাওবাদী মুক্তাঞ্চল) নামে পরিচিত এলাকা এখন দ্রুত উন্নয়ন করিডরে রূপান্তরিত হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২১:৩০
Defence Minister Rajnath Singh says, Naxalism confined to just 5-6 districts now

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ জেলার সংখ্যা এখন পাঁচ-ছ’টিতে নেমে এসেছে। শুক্রবার তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদে গিয়ে এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করে তাঁর মন্তব্য, ‘‘এমনটাও দীর্ঘদিন চলবে না! ৩১ মার্চের মধ্যেই ভারত নকশালপন্থা থেকে মুক্ত হবে।’’

Advertisement

স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর ১২৮তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে রাজনাথ শুক্রবার বলেন, ‘‘নকশালদের ঘাঁটিগুলি এখন শিক্ষাকেন্দ্রে পরিবর্তিত হয়েছে। রেড করিডোর (মাওবাদী মুক্তাঞ্চল) নামে পরিচিত এলাকা এখন দ্রুত একটি উন্নয়ন করিডোরে রূপান্তরিত হচ্ছে।’’ একদা ‘মাওবাদী আন্দোলনের আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত তেলঙ্গানায় এখন তাদের কার্যকলাপ স্তিমিত হয়ে পড়েছে বলেও দাবি করেন রাজনাথ।

তেলঙ্গানা এবং তার পড়শি রাজ্য ছত্তীসগঢ়ের সীমানায় পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় গত মে-জুন মাস ধরে যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াই চলছে। রেগুট্টা এবং দুর্গামগুট্টার ঘন জঙ্গলে ও পাহাড়ে ঘেরা ওই দুর্গম এলাকায় দু’পক্ষের লড়াইয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মি)-র ১ নম্বর ব্যাটালিয়েনর অন্তত ৫০ জন জঙ্গি নিহত হয়েছেন বলে যৌথবাহিনীর দাবি। প্রসঙ্গত, ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের ১০টি রাজ্যের মোট ১০৬টি জেলা ‘মাওবাদী প্রভাবিত’ বলে চিহ্নিত। তার মধ্যে সাতটি রাজ্যের ৩৫টি জেলা ‘অতি প্রভাবিত’ হিসাবে চিহ্নিত করেছিল। গত বছরের একটি রিপোর্টে জানানো হয়েছে, দেশের ৩৮টি জেলায় এখনও সক্রিয় মাওবাদীরা। তার মধ্যে ছ’টি জেলা ‘অতি প্রভাবিত’।

Advertisement
আরও পড়ুন