Delhi Bar Association

গরম থেকে নিস্তার দিতে কোট পরা থেকে রেহাই আইনজীবীদের, কলকাতার পথেই হাঁটল দিল্লি

গলাবন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক আর তার উপর পা পর্যন্ত ঢাকা কালো জোব্বা— ‘অ্যাডভোকেটস অ্যাক্ট, ১৯৬১’ অনুযায়ী আদালতে পুরুষ এবং মহিলা আইনজীবী নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলতে হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৭:১৩
গরম থেকে নিস্তার দিতে কোট পরা থেকে রেহাই আইনজীবীদের।

গরম থেকে নিস্তার দিতে কোট পরা থেকে রেহাই আইনজীবীদের। —প্রতীকী চিত্র।

গরম থেকে আইনজীবীদের নিস্তার দিতে পোশাকবিধি খানিক ঢিলেঢালা করার সিদ্ধান্ত নিল দিল্লি বার অ্যাসোসিয়েশন (ডিবিএ)। গত ২৪ মে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিবিএ-র সদস্যদের কালো কোট পরতে হবে না।

Advertisement

গলাবন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক আর তার উপর পা পর্যন্ত ঢাকা কালো জোব্বা— ‘অ্যাডভোকেটস অ্যাক্ট, ১৯৬১’ অনুযায়ী আদালতে পুরুষ এবং মহিলা আইনজীবীদের নির্দিষ্ট এই পোশাকবিধি মেনে চলতে হয়। কিন্তু দিল্লির গরমে এই মোটা পোশাক পরতে গিয়ে অনেক আইনজীবীকেই নাজেহাল হতে হচ্ছে। ডিবিএ জানিয়েছে, জেলা এবং দায়রা আদালতের আইনজীবীরাও পোশাকবিধির ক্ষেত্রে এই সাময়িক ছাড় পাবেন। তবে পোশাকবিধির অন্য নিয়ম আগের মতোই মেনে চলতে বলা হয়েছে আইনজীবীদের।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনজীবীদের অনেকেই। সাকেত বার অ্যাসোসিয়েশনের সচিব ধীর সিংহ কাসানা বলেন, “এটা খুবই ভাল একটা পদক্ষেপ। জুন মাসে খুবই গরম পড়ে। পোশাকবিধির ক্ষেত্রে এই ছাড়ের ব্যবস্থা উত্তর ভারতের সব বার অ্যাসোসিয়েশন এবং কাউন্সিলেরই করা উচিত।” দিল্লি হাই কোর্টের এক আইনজীবী জানান, দেশের বহু নিম্ন আদালতেই পাখা বা বাতানুকূল ব্যবস্থা নেই। তাই দিল্লি বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত আইনজীবীদের স্বস্তি দেবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

এর আগে কলকাতা হাই কোর্ট একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে গ্রীষ্মকালে আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়া পর্যন্ত আইনজীবীরা কালো জোব্বা পরার ক্ষেত্রে ছাড় দিয়েছিল। মহারাষ্ট্র ও গোয়া বার কাউন্সিল জানিয়েছে, ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আইনজীবীরা চাইলে কালো কোট না পরেই আদালতের কাজকর্ম চালাতে পারবেন। ভোপাল বার কাউন্সিল ১৫ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত পোশাকবিধির ক্ষেত্রে এই ছাড় দিয়েছে। এ বার একই পথে হাঁটল দিল্লি বার অ্যাসোসিয়েশনও।

Advertisement
আরও পড়ুন