Air India Flight

মাঝ-আকাশে হঠাৎ কেবিনে গরম লাগা শুরু! এয়ার ইন্ডিয়ার বিমানকে নামিয়ে আনা হল কলকাতায়

টোকিয়ো সংলগ্ন হানেদা থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। মাঝ-আকাশে বিমানের কেবিনে গরম লাগতে শুরু করে। সাবধানতার কারণে বিমানটিকে কলকাতায় নামিয়ে আনা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ২০:৪৩
এয়ার ইন্ডিয়ার বিমান।

এয়ার ইন্ডিয়ার বিমান। —প্রতীকী চিত্র।

মাঝ-আকাশে ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! জাপানের টোকিয়ো সংলগ্ন হানেদা থেকে দিল্লিগামী একটি বিমান অবতরণ করল কলকাতায়। বিমানের কেবিনে হঠাৎ গরম লাগতে শুরু করেছিল। সেই কারণেই সাবধানতার জন্য বিমানটিকে কলকাতায় অবতরণ করানো হয়। যদিও যাত্রীদের দিল্লিতে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করে উড়ান সংস্থা।

Advertisement

এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ বিমানটির কেবিনে গরম লাগার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন উড়ান কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে অনুসারে, এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন বিমানটি নিরাপদে অবতরণ করেছে কলকাতায়। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয়। ওই বিমানের যাত্রীদের যাতে কোনও সমস্যা না-হয়, সে জন্য দ্রুত বিকল্প উপায়ে তাঁদের দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা।

সম্প্রতি অহমদাবাদ থেকে লন্ডন সংলগ্ন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানে ছিলেন ২৪২ জন। ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যেখানে বিমানটি ভেঙে পড়েছিল, সেখানেও অনেকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যেও।

শুক্রবার মুম্বই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের কেবিন থেকে ‘পোড়া গন্ধ’ আসতে শুরু করেছিল। তার জেরে বিমানটিকে মাঝ-আকাশ থেকেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য উড়ান সংস্থার তরফে প্রকাশ করা হয়নি। তবে এয়ার ইন্ডিয়ার তরফে পরে জানানো হয়, যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

গত বুধবারও মুম্বই থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বিপত্তি দেখা দিয়েছিল। পরে উড়ান সংস্থা জানায়, ব্যাঙ্ককগামী বিমানটির বাঁ দিকের ডানার নীচে কিছু খড় আটকে ছিল। সেই কারণে বিমানটি নির্ধারিত সময়ে উড়তে পারেনি।

Advertisement
আরও পড়ুন