Maoist Slogans

মাওবাদীদের সমর্থনে দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে স্লোগান: এফআইআরে জুড়ল নতুন ধারা, কী কী অভিযোগ?

দূষণের প্রতিবাদে গত রবিবার দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ দেখায় সাধারণ জনতা। ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের একাংশ মাওবাদীদের সমর্থনে স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৬:০৬
দূষণ নিয়ন্ত্রণের দাবিতে গত রবিবার দিল্লিতে বিক্ষোভ। এখানেই বিক্ষোভকারীদের একাংশ মাওবাদীদের সমর্থনে স্লোগান দেন বলে অভিযোগ।

দূষণ নিয়ন্ত্রণের দাবিতে গত রবিবার দিল্লিতে বিক্ষোভ। এখানেই বিক্ষোভকারীদের একাংশ মাওবাদীদের সমর্থনে স্লোগান দেন বলে অভিযোগ। — ফাইল চিত্র।

দিল্লিতে বিক্ষোভ চলাকালীন মাওবাদীদের সমর্থনে স্লোগান ঘিরে এ বার পদক্ষেপ করল পুলিশ। ওই ঘটনার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক ধারা যুক্ত করেছে দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৭ নম্বর ধারা যোগ হয়েছে এফআইআরে। সাধারণত, জাতীয় সংহতির জন্য ক্ষতিকর কোনও কার্যকলাপের অভিযোগে এই ধারা যুক্ত করা হয়।

Advertisement

দূষণের প্রতিবাদে গত রবিবার দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ দেখায় সাধারণ জনতা। ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের একাংশ মাওবাদীদের সমর্থনে স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। তারা পুলিশকর্মীদের উপর মরিচগুঁড়ো ছিঁটিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠে এসেছে। বিক্ষোভকারীর মুখে শোনা যায় নিহত মাওবাদী নেতা মাডবী হিডমাকে নিয়ে স্লোগান। কারও কারও হাতে ‘হিডমা দীর্ঘজীবী হও’ পোস্টারও দেখা গিয়েছে। দিল্লিতে বায়ুদূষণের প্রতিকারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এমন ঘটনায় বিতর্ক দানা বাঁধে।

সোমবার দিল্লির এক আদালতেও এই ঘটনার কথা জানায় দিল্লি পুলিশ। হিডমাকে নিয়ে স্লোগানের অভিযোগও এজলাসে উঠে আসে। দিল্লিতে বিক্ষোভের ঘটনায় আগেই দু’টি পৃথক থানায় এফআইআর রুজু হয়েছিল। কর্তব্যপথ থানায় ছ’জনের বিরুদ্ধে এবং সংসদ মার্গ থানায় ১৭ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর রুজু হয়। এ বার কর্তব্যপথ থানায় রুজু হওয়া এফআইআরের সঙ্গে জাতীয় সংহতির জন্য ক্ষতিকর কার্যকলাপের অভিযোগেও নির্দিষ্ট ধারা যুক্ত করে পুলিশ।

রবিবার বিক্ষোভ কর্মসূচির সময়ে কোন স্লোগানগুলির জন্য এই ধারা যুক্ত করা হয়েছে তা-ও এফআইআরে উল্লেখ করেছে পুলিশ। সেখানে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মাওবাদীদের সমর্থনে স্লোগান তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘হিডমা অমর থাকুন’, ‘কত হিডমাকে মারবে, প্রত্যেক ঘর থেকে হিডমা বেরিয়ে আসবেন’ এবং ‘হিডমা লাল সেলাম’। এই ধরনের স্লোগানগুলি জাতীয় সংহতির জন্য ক্ষতিকর বলে মনে করছে পুলিশ। সেই কারণেই এই ধারা যুক্ত করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন