Bihar Train Accident

রেললাইন রক্ষণাবেক্ষণের ট্রলিতে ধাক্কা অওধ অসম এক্সপ্রেসের, বিহারে মৃত্যু এক রেলকর্মীর, গুরুতর আহত চার

রেল সূত্রে খবর, মৃত কর্মীর নাম প্রমোদ কুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চার জন আহত কর্মীকে উদ্ধার করেন স্থানীয়েরাই। তার পর তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৮:২২
বিহারের কাটিহারের কাছে দুর্ঘটনার পর অওধ অসম এক্সপ্রেস।

বিহারের কাটিহারের কাছে দুর্ঘটনার পর অওধ অসম এক্সপ্রেস।

রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কয়েক জন রেলকর্মী। সেই সময় ডিব্রুগড়গামী অওধ-অসম এক্সপ্রেস ওই লাইন ধরেই আসছিল। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রেললাইন রক্ষণাবেক্ষণের ট্রলিতে থাকা কর্মীরা। রেললাইনে কাজ করছিলেন আর এক কর্মী। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। চার কর্মীর অবস্থা সঙ্কটজনক।

Advertisement

শুক্রবার দুপুরে বিহারের কাটিহার জেলায় ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে খবর, পূর্ব-মধ্য রেলের বারাউনি-কাটিহার শাখায় কড়হাগোলা এবং সেমাপুর স্টেশনের মাঝে মহারানি গ্রামের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন পাঁচ রেলকর্মী। চার জন ট্রলিতে বসেছিলেন আর এক জন রেললাইনে কাজ করছিলেন। দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ১৫৯১০ অওধ-অসম এক্সপ্রেস ওই লাইন ধরে আসছিল। ট্রেনটি রাজস্থানের লালগড় থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল। রেলকর্মীদের ট্রলিতে পিছন থেকে এসে ধাক্কা মারে ট্রেনটি।

রেল সূত্রে খবর, মৃত কর্মীর নাম প্রমোদ কুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চার জন আহত কর্মীকে উদ্ধার করেন স্থানীয়েরাই। তার পর তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। শোনপুরের বিভাগীয় রেল ম্যানেজার বিবেকভূষণ সুদ জানিয়েছেন, এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। চার জন আহত। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন