US Tariff Row

পাকিস্তানের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা আগামী সপ্তাহেই! জানিয়ে দিলেন ট্রাম্প, ভারতের সঙ্গে সমঝোতা কত দূর এগোল

বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। কোন দেশের পণ্যে কতটা শুল্ক নেওয়া হবে, তার তালিকা প্রকাশ করা হয়েছিল। তা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে আগামী সপ্তাহে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১২:০৯
Donald Trump Says Pakistan representatives will visit the US for trade talk

ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা এগোচ্ছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী সপ্তাহেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনায় বসবে আমেরিকা। জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান থেকে প্রতিনিধিরা এই সংক্রান্ত আলোচনার জন্য আগামী সপ্তাহেই আমেরিকায় যাবেন। পাশাপাশি, ভারতের সঙ্গে বাণিজ্য-চুক্তির অগ্রগতি কত দূর, জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার (আমেরিকার স্থানীয় সময়) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউস বিমানঘাঁটি থেকে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন।

Advertisement

গত মাসে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। কোন দেশের পণ্যের উপর কতটা শুল্ক নেওয়া হবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, পাকিস্তানি পণ্যের উপর মার্কিন শুল্কের পরিমাণ ২৯ শতাংশ। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘‘পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন।’’ ভারতের প্রসঙ্গ উঠলেও সংক্ষিপ্ত উত্তরই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘আপনারা সকলেই জানেন, ভারতের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি রয়েছি আমরা।’’ এর পরেই তিনি বলেন, ‘‘দুই দেশের কারও সঙ্গেই চুক্তিতে আমার বিন্দুমাত্র আগ্রহ থাকত না, যদি ওরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেত।’’

ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। আপাতত তা স্থগিত আছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, হোয়াইট হাউসের সঙ্গে শুল্ক নিয়ে নয়াদিল্লির আলোচনা চলছে। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না বলে জানিয়েছিলেন জয়শঙ্কর।

সম্প্রতি ভারত-পাক সংঘর্ষের আবহে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার মধ্যস্থতাতেই দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। শুক্রবার ওভাল অফিসে বসে আবার একই কথা বলেন ট্রাম্প। ইলন মাস্কের বিদায়ী সাংবাদিক বৈঠকে ভারত-পাকিস্তানের প্রসঙ্গ উঠলে তিনি দাবি করেন, দুই দেশকে তিনি জানিয়েছিলেন, সংঘর্ষ থামালে বাণিজ্য হবে। তার জেরেই ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে বলে ট্রাম্পের দাবি। তিনি আরও জানান, আমেরিকা হস্তক্ষেপ না-করলে ভারত-পাক সংঘর্ষ পরমাণু যুদ্ধের দিকে এগোত। পরে বিমানঘাঁটি থেকেও দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা বললেন ট্রাম্প।

Advertisement
আরও পড়ুন