Economic Survey 2026

চলতি অর্থবর্ষের তুলনায় ভারতে জিডিপি বৃদ্ধির হার বাড়ছে! পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষায়, লোকসভায় পেশ করলেন নির্মলা

সমীক্ষায় ইঙ্গিত যে, আন্তর্জাতিক নানা ঘটনা বাণিজ্যে প্রভাব ফেললেও ভারতে বৃদ্ধির হার মাথা তুলছে। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক ঝুঁকি এড়িয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে সমীক্ষায় গঠনমূলক সংস্কারের পক্ষে সওয়াল করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৩
Economic Survey 2026 pegs FY27 growth to be 6.8 to 7.2 per cent, higher than last year

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০২৬-২৭ অর্থবর্ষে ভারতে জিডিপি (দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) তুলনায় বাড়ছে। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬’ রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাস, ২০২৬-২৭ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৮ শতাংশ থেকে ৭.২ শতাংশ। গত বছরের সমীক্ষায় ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৬.৩ থেকে ৬.৮ শতাংশ পর্যন্ত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

Advertisement

সমীক্ষায় ইঙ্গিত যে, আন্তর্জাতিক নানা ঘটনা বাণিজ্যে প্রভাব ফেললেও ভারতে বৃদ্ধির হার মাথা তুলছে। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক ঝুঁকি এড়িয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে সমীক্ষায় গঠনমূলক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। সমীক্ষায় এ-ও বলা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রত্যাশামাফিক উৎপাদনশীলতা বজায় রাখতে না-পারলে অর্থনৈতিক বোঝা চাপতে পারে।

Economic Survey 2026 pegs FY27 growth to be 6.8 to 7.2 per cent, higher than last year

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করেছে আমেরিকা। ভারতীয় পণ্যের উপর ওই বিপুল পরিমাণ শুল্ক আরোপের পরেই বহু সমীক্ষক সংস্থা ভারতে জিডিপি বৃদ্ধির হার স্লথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল। তবে গঠনমূলক সংস্কারের জন্য ভারতের অর্থনীতি এই ‘পারিপার্শ্বিক ঝুঁকি’ এড়াতে পেরেছে বলে জানানো হয়েছে সমীক্ষায়।

সমীক্ষায় এ-ও বলা হয়েছে যে, আগামী অর্থবর্ষে ভারতে মুদ্রাস্ফীতি ধাপে ধাপে বাড়বে। তবে তা রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সীমার মধ্যেই থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ কমলেও অশোধিত তেল এবং খাদ্যপণ্যের দাম নাগালে রাখতে পেরেছে ভারত।

Advertisement
আরও পড়ুন