By-Election

বিহারের দ্বিতীয় দফার সঙ্গেই উপনির্বাচন সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আট বিধানসভায়, কোথায়, কেন?

বিহারের দ্বিতীয় দফার পাশাপাশি মঙ্গলবার উপনির্বাচন হবে দেশের ছ’টি রাজ্যের (রাজস্থান, পঞ্জাব, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম এবং ওড়িশা) ছ’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দু’টি বিধানসভা কেন্দ্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:২২
Eight Assembly constituencies across six states and one union territory set to go for bypolls on Tuesday

প্রতিনিধিত্বমূলক ছবি।

২৪৩ আসনের বিহার বিধানসভায় মঙ্গলবার দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। এরই পাশাপাশি, উপনির্বাচন হবে দেশের ছ’টি রাজ্যের (রাজস্থান, পঞ্জাব, তেলঙ্গানা, ঝাড়খণ্ড, মিজ়োরাম এবং ওড়িশা) ছ’টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দু’টি বিধানসভা কেন্দ্রে।

Advertisement

গত বছরের বিধানসভা ভোটে জম্মু ও কাশ্মীরের বদগাম এবং গান্ডরবল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে গান্ডরবল রেখে বদগামের বিধায়কপদ ছাড়েন তিনি। সেই কারণে এ বার উপনির্বাচন হচ্ছে বদগামে। পাশাপাশি, বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানার (কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের ভাই) মৃত্যুর কারণে ভোট হচ্ছে জম্মু উপত্যকার নগরোটা বিধানসভা কেন্দ্রে।

রাজস্থানের অন্তা বিধানসভা আসনে শূন্যস্থান তৈরি হয়েছে বিজেপি বিধায়ক কাঁওয়ারলাল মীনা এক সরকারি আধিকারিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে। সাজা ঘোষণার ফলে জনপ্রতিনিধিত্ব আইনে বিধায়কপদ হারিয়েছেন তিনি। তেলঙ্গানার জুবিলি হিলস, ওড়িশার নুয়াপাড়া, ঝাড়খণ্ডের ঘাটশিলা, পঞ্জাবের তরন তারন এবং মিজ়োরামের ডাম্পায় উপনির্বাচন হচ্ছে সংশ্লিষ্ট বিধায়কদের মৃত্যুর জেরে। এর মধ্যে জুবিলি হিলস বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি), নুয়াপাড়া বিজেডি (বিজু জনতা দল), ঘাটশিলা জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), তরন তারন আপ (আম আদমি পার্টি) এবং ডাম্পা এমএনএফ (মিজো ন্যাশনাল ফ্রন্ট)-এর দখলে ছিল।

Advertisement
আরও পড়ুন