রেভ পার্টি থেকে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাই। ছবি: সংগৃহীত।
পুণের এক রেভ পার্টিতে হানা দিয়ে সাত জনকে গ্রেফতার করল পুলিশ। সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খড়সের জামাই প্রাঞ্জল খেওয়ালকরও!
শনিবার রাতে পুণের খাদাডী এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। গোপনে খবর পেয়ে অপরাধ দমন শাখার পুলিশ ওই বাড়িতে যায়। রেভ পার্টি থেকে গাঁজা, মদ, হুক্কা-সহ একাধিক মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন এনসিপির (শরদ পওয়ার গোষ্ঠী) মহিলা শাখার রাজ্য সভাপতি রোহিনী খড়সের স্বামী প্রাঞ্জল। বাজেয়াপ্ত জিনিসগুলোর মধ্যে বেশির ভাগই নিষিদ্ধ মাদক। কোথা থেকে এত মাদক এল, তা নিয়ে ধন্দে পুলিশ। তদন্তকারীরা ঘটনার তদন্ত শুরু করেছে। এই রেভ পার্টিতে কোথা থেকে মাদক সরবরাহ হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ধৃতদের কল রেকর্ড, আর্থিক লেনদেন এবং সমাজমাধ্যমের পেজ খতিয়ে দেখছে। সেই সূত্র ধরে মাদকচক্রের হদিস পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই গ্রেফতারি প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘এই রাজ্যে এ ভাবে গ্রেফতারিতে অবাক হয়নি। বর্তমান সরকারের অধীনে যে কাউকে যখন তখন গ্রেফতার এবং যে কাউকে যে কোনও সময়ে গুলি করা হয়।’’ সঞ্জয়ের দাবি, কোল্ড ড্রিংক খেলেও মদ্যপানের অভিযোগে গ্রেফতার করা হয় মহারাষ্ট্রে।