India-Pakistan tensions

ভারতের অভিযানে নিহত জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা! কটাক্ষ সেই ড্যানিয়েল পার্লের বাবার

ভারতের অভিযানে পাকিস্তানের মুরিদকে জঙ্গিঘাঁটিতে নিহত তিন জঙ্গির শেষকৃত্যে যোগ দিতে দেখা গিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর আধিকারিক এবং হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া (জেইউডি) নিষিদ্ধ সংগঠনের সদস্য হাফিজ আবদুল রউফকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৬:৩৫
(বাঁ দিকে) পাকিস্তানে জঙ্গিদের শেষকৃত্য রয়েছে সেনা। ড্যানিয়েল পার্ল (ডান দিকে)।

(বাঁ দিকে) পাকিস্তানে জঙ্গিদের শেষকৃত্য রয়েছে সেনা। ড্যানিয়েল পার্ল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ভারতের অভিযানে নিহত জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি সেনা কেন? নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার সদস্য হাফিজ আবদুল রউফই বা কেন সেখানে উপস্থিত? এ বার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আল-কায়দা জঙ্গির হাতে করাচিতে নিহত মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের বাবা জুডি পার্ল। এর আগে এই বিষয়টি গোটা দুনিয়ার সামনে তুলে ধরেছে ভারত।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তানে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। সেই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। অভিযানে নিহত হয়েছে বহু জঙ্গি। ওই অভিযানে পাকিস্তানের মুরিদকে জঙ্গিঘাঁটিতে নিহত তিন জঙ্গির শেষকৃত্যে যোগ দিতে দেখা গিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর আধিকারিক এবং হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া (জেইউডি) নিষিদ্ধ সংগঠনের সদস্য হাফিজ আবদুল রউফকে। এই রউফকে আমেরিকা আগেই জঙ্গির তকমা দিয়েছে। যে তিন জন জঙ্গির শেষকৃত্যে এই ছবি ধরা পড়েছে, তাদের মধ্যে রয়েছে জইশ-এ-মহম্মদ (জেইএম)-এর সদস্য আবদুল রউফ আজ়হার। তার পরেই ভেসে উঠেছে পার্লের নাম। ২০০২ সালে পার্লকে করাচিতে গলা কেটে খুন করেছিল আল-কায়দার নেতার ওমর সইদ শেখ। সে সময় ওমরের সঙ্গী ছিল ভারতের অভিযানে নিহত আজ়হার। সে-ই পার্লকে ওমরের কাছে নিয়ে গিয়েছিল।

এ বার সেই আজ়হারের শেষকৃত্যে পাকিস্তানি সেনার উপস্থিতি নিয়েই প্রশ্ন তুললেন ড্যানিয়েলের বাবা জুডি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘এই আধিকারিকেরা একটু বলুন যে, কেন এই শোক? আপনাদের সন্তানেরা কাদের রোল মডেল মনে করবে? এই লোকটির থেকেই বা আপনারা কী শিখেছেন?’’ জুডি ইজরায়েলি-আমেরিকান বিজ্ঞানী। ভারতীয় অভিযানে আজ়হারের মৃত্যুর পরে যাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের ধন্যবাদ দিয়েছেন জুডি। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘‘আমি বলতে চাই, আজ়হার ছিল পাকিস্তানের এক কট্টরপন্থী। জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের নেতা। ড্যানিকে অপহরণের ক্ষেত্রে সরাসরি নয়, অপ্রত্যক্ষ ভাবে জড়িত আজ়হারের গোষ্ঠী।’’

Advertisement
আরও পড়ুন