Landslide in Kedarnath

কেদারনাথ যাত্রার পথে ভূমিধস! মাথায় বোল্ডার পড়ে মৃত্যু দুই পুণ্যার্থীর, জখম আরও তিন জন

বুধবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গল চট্টির কাছে পাহাড়ি পথে আচমকা ধস নামে। উঁচু থেকে গড়িয়ে নেমে আসতে থাকে বড় বড় পাথর। তাতেই আহত হন পুণ্যার্থীরা। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:৪১
কেদারনাথে ধস নামার পরের দৃশ্য।

কেদারনাথে ধস নামার পরের দৃশ্য। ছবি: পিটিআই।

কেদারনাথ যাত্রার পথে বিপর্যয়! বুধবার কেদারনাথে ভূমিধসের জেরে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। শুরু হয়েছে উদ্ধারকাজ। বাকি পুণ্যার্থীদের ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের গৌরীকুণ্ডের কাছে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

বুধবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গল চট্টির কাছে পাহাড়ি পথে আচমকা ধস নামে। উঁচু থেকে গড়িয়ে নেমে আসতে থাকে বড় বড় পাথর। তাতেই আহত হন পুণ্যার্থীরা। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এক মহিলা-সহ আরও তিন জন জখম হন। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার অক্ষয়প্রহ্লাদ কোন্ডে জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ এবং জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী (ডিডিআরএফ) গিয়ে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে নেমেছে। আহতদের দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, রবিবারও কেদারনাথ যাত্রার সময়ে জঙ্গল চট্টিতে ধস নেমেছিল। ওই দিনও এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। এর পর সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবারও সেই একই এলাকায় ধস নেমে মৃত্যুর ঘটনা ঘটল। শুধু তা-ই নয়, রবিবার ভোরে কেদারনাথধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। গৌরীকুণ্ডের কাছে জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ওই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়। আরোহীদের মধ্যে ছিল এক শিশুও।

Advertisement
আরও পড়ুন