India-Pakistan Tensions

‘অপারেশন সিঁদুর’-এর সময় কি পরমাণু বোমার হুমকি দিয়েছিল পাকিস্তান? সংসদীয় কমিটির বৈঠকে কী জবাব বিদেশসচিবের

‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সংঘর্ষের পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। বৈঠকে পরমাণু বোমার হুমকি থেকে শুরু করে ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গও উঠে এসেছে বলে সূত্রের খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৯:৩২
বিদেশসচিব বিক্রম মিস্রী।

বিদেশসচিব বিক্রম মিস্রী। —ফাইল চিত্র।

বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে সোমবার ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক উত্তেজনা নিয়ে আলোচনা করলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। সোমবার বিকেল ৪টে নাগাদ সংসদ ভবনে ওই বৈঠক শুরু হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ওই বৈঠকে উঠে এসেছে ‘পরমাণু হুমকি’র প্রসঙ্গও। শাসক এবং বিরোধী সাংসদদের নিয়ে গঠিত ওই কমিটির বৈঠকে পরমাণু-বিতর্কে অবস্থান স্পষ্ট করেছেন বিদেশসচিব।

Advertisement

পিটিআই সূত্রে খবর, সংসদীয় কমিটির বৈঠকে মিস্রী জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনও হুমকি ছিল না। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সবসময়ই প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমিত ছিল। যদিও সরকারি ভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্ল, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গোভিল এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও উপস্থিত ছিলেন বৈঠকে।

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা করেনি ভারত। তবে জঙ্গিঘাঁটি ধ্বংস হওয়ার পরে পাকিস্তান হামলা শুরু করে ভারতের উপর। জবাব দেয় ভারতীয় সেনাও। ভারত-পাক চার দিন ধরে সামরিক সংঘর্ষের পরে দু’পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। তবে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব কমেনি। এরই মধ্যে সোমবার ভারতীয় সেনা জানায়, ভারতের উপর হামলার সময় ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান। কিন্তু পাক সেনার সেই হামলা প্রতিহত করা হয়েছিল। অনেকেই দাবি করেন, ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। তবে এ বিষয়ে সরকারি কোনও ঘোষণা নেই। ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র ঘিরে গুঞ্জনের আবহে পরমাণু হুমকির তত্ত্ব ওড়ানো হল সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে।

ভারত-পাক সংঘর্ষবিরতির পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন। তাঁর দাবি, দু’পক্ষের সংঘর্ষ থামানোর জন্য বাণিজ্যের প্রসঙ্গকে ব্যবহার করেছিল আমেরিকা। ওই দাবি আগেই নস্যাৎ করেছে ভারত। সোমবারের বৈঠকে মিস্রী আবারও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। পিটিআই সূত্রে খবর, সাংসদদের কেউ কেউ ট্রাম্পের একের পর এক মন্তব্য নিয়ে প্রশ্ন করেছিলেন। বিদেশসচিব তাঁদের জানিয়েছেন, সামরিক সংঘাত থামানোর বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক স্তরেই।

Advertisement
আরও পড়ুন