(বাঁ দিকে) জঙ্গিদের ডেরায় উদ্ধার হওয়া জিনিসপত্র। (ডান দিকে) জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ছবি: সংগৃহীত।
জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে দুই জইশ জঙ্গি সইফুল্লা এবং আদিলের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। জঙ্গিদের খোঁজে পাহাড়ি জঙ্গলে তল্লাশি চালানোর সময় তাদের গোপন একটি ডেরার হদিস পায় সেনারা। গাছের আড়ালে এমন ভাবে বাঙ্কার বানানো হয়েছে যে, কারও পক্ষে সহজে চিহ্নিত করা সম্ভব নয়। শুধু তা-ই নয়, বাঙ্কারটিকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে, উল্টো দিক থেকে হামলা হলে, তা সহজেই আটকে দিতে পারবে। জইশ জঙ্গিদের এই ধরনের বাঙ্কারের হদিস মিলতেই স্তম্ভিত হয়ে গিয়েছে নিরাপত্তাবাহিনী।
সোমবার ওই বাঙ্কারের হদিস মেলে পাহাড়ের ১২ হাজার ফুট উচ্চতায়। সেই গোপন থেকে ৫০ প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সব্জি, চাল, রান্নার যাবতীয় সরঞ্জাম, শুকনো কাঠ উদ্ধার হয়েছে। সেনা সূত্রে খবর, যে পরিমাণ জিনিস উদ্ধার হয়েছে, তা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই ওই ডেরায় লুকিয়ে ছিল জঙ্গিরা। শুধু তা-ই নয়, ডেরা থেকে উদ্ধার হওয়া রসদ এটাও ইঙ্গিত দিচ্ছে যে, কয়েক মাসের খাবার মজুত করা হয়েছিল ওই বাঙ্কারে। তবে স্থানীয়দের কারও সহযোগিতা ছাড়া এই জায়গায় বাঙ্কার বানানো এবং খাবার মজুত করা সম্ভব ছিল না বলেই মনে করা হচ্ছে।
সেনা সূত্রে খবর, জঙ্গিদের সহযোগিতা করার সন্দেহে ইতিমধ্যেই চার জন স্থানীয়কে আটক করা হয়েছে। আর কারা কারা জঙ্গিদের সহযোগিতা করেছিলেন, সেই খোঁজও চলছে পাশাপাশি। তিন দিন ধরে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদমন অভিযান চলছে। রবিবার রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জখম হয়েছিলেন সাত জওয়ান। পরে আহত এক জওয়ানের মৃত্যু হয়। তার পর থেকে জইশ জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি। মঙ্গলবার তৃতীয় দিনে পড়েছে সেই অভিযান। এখনও দুই জঙ্গির হদিস মেলেনি। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে কিশ্তওয়ারে শুরু হয়েছে ‘অপারপেশন ট্র্যাশ-১’ জঙ্গিদমন অভিযান।