UP Murder

বন্ধুর বোনের সঙ্গে প্রেম, যুবককে অপহরণ করে মারধরের পর মাথা কেটে নিলেন বন্ধুরাই! ধৃত চার, পলাতক আরও চার

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হৃষীকেশ। তিনি পবন এবং ববির বন্ধু। পবনের বোনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কথা জানতে পারার পরই হৃষীকেশকে খুনের পরিকল্পনা করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১
বন্ধুদের হাতে বন্ধু খুন। (ইনসেটে) নিহত যুবক হৃষীকেশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বন্ধুদের হাতে বন্ধু খুন। (ইনসেটে) নিহত যুবক হৃষীকেশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বন্ধুর বোনের সঙ্গে প্রেম করায় যুবককে খুনের অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধে। শুরু খুন করাই নয়, যুবকের মাথা কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হল। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। এই ঘটনায় জড়িত আট জনের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত তরুণীর দুই দাদা পবন এবং ববি এখনও ধরা পড়েনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হৃষীকেশ। তিনি পবন এবং ববির বন্ধু। পবনের বোনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কথা জানতে পারার পরই হৃষীকেশকে খুনের পরিকল্পনা করা হয়। গত শনিবার হৃষীকেশকে ডেকে পাঠান প্রিন্স নামে তাঁরই এক বন্ধু। প্রিন্সের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হৃষীকেশকে তুলে নিয়ে যান পবন এবং ববি। তাঁকে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও ছয় বন্ধু হাজির ছিলেন।

পুলিশ জানতে পেরেছে, হৃষীকেশের হাত-পা বেঁধে প্রথমে মারধর করা হয়। তার পর তাঁর মাথা কেটে ধড় থেকে আলাদা করে দেওয়া হয়। হৃষীকেশের দেহ তার পর একটি টোটোতে করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চার জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন