Old Lady Found in Garbage

ক্যানসার আক্রান্ত ঠাকুরমাকে আবর্জনার স্তূপে ফেলে গেলেন নাতি! মুম্বইয়ের ঘটনায় চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম যশোদা গায়কোয়াড়। রবিবার মুম্বইয়ের আরে কলোনির একটি আবর্জনার স্তূপের মাঝে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ৬০ বছর বয়সি ওই বৃদ্ধার শরীর খুবই দুর্বল ছিল। নড়াচড়ার শক্তিও ছিল না তাঁর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মুম্বই পুলিশ। জানা যায়, যশোদা ক্যানসারে আক্রান্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:২৩
Grandmother was diagnosed with cancer, grandson dumps her in garbage in Mumbai

—প্রতীকী ছবি।

আবর্জনার স্তূপের মাঝে শুয়ে ছিলেন বৃদ্ধা। নিস্তেজ শরীরে ছিল না কোনও সাড়া। কিন্তু দেহে তখনও প্রাণ ছিল। সেখান থেকেই তাঁকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, মারণরোগ ক্যান্সার ধরা পড়ায় নিজের নাতিই আস্তাকুঁড়ে ফেলে গিয়েছেন তাঁকে! ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আরে কলোনিতে। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম যশোদা গায়কোয়াড়। শনিবার মুম্বইয়ের আরে কলোনির একটি আবর্জনার স্তূপের মাঝে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ৬০ বছর বয়সি ওই বৃদ্ধার শরীর খুবই দুর্বল ছিল। নড়াচড়ার শক্তিও ছিল না তাঁর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মুম্বই পুলিশ। জানা যায়, যশোদা ক্যানসারে আক্রান্ত। জিজ্ঞাসাবাদে বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, তাঁর নাতিই তাঁকে সেখানে ফেলে রেখে গিয়েছেন! এর পরেই বৃদ্ধার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। যশোদার পরিবারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, শনিবার সকালে বৃদ্ধাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ। পুলিশ জানিয়েছে, যশোদা ত্বকের ক্যানসারে ভুগছেন। শারীরিক অবস্থার কারণে শনিবার বেশ কয়েকটি হাসপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করছিল। শেষমেশ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অন্য দিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃদ্ধা তাঁর পরিবারের সদস্যদের দু’টি ঠিকানা জানিয়েছেন। সেগুলিতে হানা দিয়েছে পুলিশ। আত্মীয়দের খুঁজে বার করার জন্য তাঁদের ছবিও বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন