Nagpur Hit and Run

মহিলাকে পিষে দিয়ে পালিয়েছিল ট্রাক! মহারাষ্ট্রে ৩৬ ঘণ্টার মধ্যে ঘাতকযানকে ধরল কৃত্রিম বুদ্ধিমত্তা

অমিত যাদব নামে ওই যুবক যখন পুলিশের দ্বারস্থ হন, সে সময় তাঁর কাছে ঘাতক ট্রাকটির সম্পর্কে তেমন কোনও তথ্যই ছিল না। তিনি শুধু জানতেন, ট্রাকটির পিছনে একটি লাল দাগ ছিল। সে টুকু তথ্যের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২০:২৮
স্ত্রীকে বাইকে বেঁধে নিয়ে যাচ্ছেন অমিত।

স্ত্রীকে বাইকে বেঁধে নিয়ে যাচ্ছেন অমিত। ছবি: সংগৃহীত।

বাইকে চাপিয়ে স্ত্রীকে নিয়ে নাগপুরে জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন যুবক। আচমকা দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে এসে বাইকে ধাক্কা দেয়। বাইক থেকে পড়ে যান তরুণী। ট্রাক পিষে দিয়ে চলে যায় তাঁকে। রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সাহায্য চেয়েও না পেয়ে শেষমেশ স্ত্রীর দেহ বাইকের সঙ্গে বেঁধে নিয়ে রওনা দেন যুবক। দিনকয়েক আগের সেই ঘটনার ভিডিয়ো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। নানা মহলে বিস্তর আলোচনাও চলেছিল। এ বার সেই দুর্ঘটনার নেপথ্যে থাকা ঘাতক ট্রাককে ধরল পুলিশ। কী ভাবে ৩৬ ঘণ্টার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ট্রাকটিকে শনাক্ত করা হল, দেওয়া হল তার বর্ণনাও।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন সূত্রে খবর, অমিত যাদব নামে ওই যুবক যখন পুলিশের দ্বারস্থ হন, সে সময় তাঁর কাছে ঘাতক ট্রাকটির সম্পর্কে তেমন কোনও তথ্যই ছিল না। তিনি শুধু জানতেন, ট্রাকটির পিছনে একটি লাল দাগ ছিল। সে টুকু তথ্যের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ৩৬ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

নাগপুর (গ্রামীণ) পুলিশের সুপার হর্ষ পোদ্দার এনডিটিভিকে বলেন, ‘‘তিনটি পৃথক নাকা পোস্টের সিসিটিভি ফুটেজের মেটাডেটা সংগ্রহ করা হয়েছিল। এর পর দু’টি এআই অ্যালগরিদম ব্যবহার করে তা বিশ্লেষণ করা হয়। প্রথমে ওই এলাকা দিয়ে চলাচল করা সমস্ত লাল দাগযুক্ত ট্রাকগুলিকে শনাক্ত করা হয়। তার পর ওই সব ট্রাকের গড় গতি বিশ্লেষণ করে ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করা হয়।’’ এই তথ্যের ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে নাগপুর গ্রামীণ পুলিশের একটি দল। নাগপুর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে গ্বালিয়র-কানপুর হাইওয়ে থেকে ট্রাকটিকে আটক করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন